LPG Gas Cylinder Price Drop:জামাইষষ্ঠীতে খুশির খবর, কমে গেল LPG গ্যাস সিলিন্ডারের দাম, জানুন কলকাতার নতুন দাম

LPG Gas Cylinder Price Drop: শুধু গ্যাস নয়, বিমান জ্বালানির দামও কমানো হয়েছে। এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এর দাম প্রতি কিলোলিটারে প্রায় ৩,৯৫৪.৩৮ টাকা কমে হয়েছে, ৮৫,৪৮৬.৮০ টাকা।

LPG Gas Cylinder Price Drop: শুধু গ্যাস নয়, বিমান জ্বালানির দামও কমানো হয়েছে। এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এর দাম প্রতি কিলোলিটারে প্রায় ৩,৯৫৪.৩৮ টাকা কমে হয়েছে, ৮৫,৪৮৬.৮০ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG price cut November 2025  ,LPG cylinder price today,  commercial LPG cylinder price,  domestic gas cylinder price,  LPG price Kolkata,  LPG price West Bengal,  gas cylinder rate cut,  oil companies price revision,  LPG price in India  ,19 kg commercial cylinder price,রান্নার গ্যাসের দাম  ,এলপিজি সিলিন্ডারের দাম  ,নভেম্বর মাসে গ্যাসের দাম কমল,  বাণিজ্যিক সিলিন্ডারের দাম,  কলকাতায় গ্যাসের দাম,  এলপিজি দাম আপডেট,  তেল সংস্থার নতুন দাম  ,গ্যাস সিলিন্ডার মূল্য হ্রাস,  বাড়ির গ্যাসের দাম  ,আজকের গ্যাসের দাম

lpg cylinder price drop: ফের দাম কমল রান্নার গ্যাসের

LPG Gas Cylinder Price Drop: ফের একবার কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এই নিয়ে টানা দ্বিতীয় মাসের জন্য দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তেল বিপণন সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুন (শনিবার) থেকে বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৪ টাকা কমেছে। দাম কমার ফলে দিল্লিতে এক-একটি ১৯ কেজির সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১,৭২৩.৫০ টাকা, যেখানে আগে দাম ছিল ১,৭৪৭.৫০ টাকা।

Advertisment

করোনার ভয়ঙ্কর সংক্রমণ দেশজুড়ে, ২ বছর পর আক্রান্তের সংখ্যা তিন হাজার পার, বাংলায় আক্রান্ত শতাধিক

এই নিয়ে টানা দ্বিতীয় মাস বাণিজ্যিক সিলিন্ডারের দামে ছাড় দিল সংস্থাগুলি। এর আগে, ১ মে থেকে ১৯ কেজির সিলিন্ডারে ১৪.৫০ টাকার ছাড় দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক বাড়ালেও, তার প্রভাব সাধারণ মানুষের উপর পড়েনি। কারণ, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি নিজেরাই অতিরিক্ত শুল্কের বোঝা বহন করছে।

Advertisment

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যছাড় রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন যে আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার কারণে কোম্পানিগুলি এই বোঝা বহন করতে সক্ষম হয়েছে। 

করোনার ভয়ঙ্কর সংক্রমণ দেশজুড়ে, ২ বছর পর আক্রান্তের সংখ্যা তিন হাজার পার, বাংলায় আক্রান্ত শতাধিক

 দেখে নিন আপনার শহরে নতুন দাম:

দিল্লি: ₹১,৭২৩.৫০

মুম্বাই: ₹ ১,৬৭৫.০০ (আগে ₹ ১,৬৯৯.০০)

কলকাতা: ₹১,৮২৭.৫০ (আগে ₹১,৮৫১.৫০)

বেঙ্গালুরু: ₹১,৭৯৬.৫০ (আগে ₹১,৮২০.৫০)

জয়পুর: ₹১,৭৫২.০০ (আগে ₹১,৭৭৬.০০)

চণ্ডীগড়: ₹১,৭৪৩.০০ (আগে ₹১,৭৬৭.০০)

ভুবনেশ্বর: ₹১,৮৬৮.০০ (আগে ₹১,৮৯২.০০)

নয়ডা: ₹১,৭২৩.৫০ (আগে ₹১,৭৪৭.৫০)

শুধু গ্যাস নয়, বিমান জ্বালানির দামও কমানো হয়েছে। এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) এর দাম প্রতি কিলোলিটারে প্রায় ৩,৯৫৪.৩৮ টাকা কমে হয়েছে, ৮৫,৪৮৬.৮০ টাকা। এই হ্রাস এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলিকে স্বস্তি এনে দিয়েছে, কারণ তাদের মোট ব্যয়ের ৩০% জ্বালানিতে ব্যয় হয়।

পাখির চোখ বাংলা! ২৬-এর নির্বাচনে কোন পথে জয়? বঙ্গ সফরে শাহী বার্তায় নজর

LPG Price LPG Cylinder Commercial LPG