LPG Prices From January 1: বছরের প্রথম দিনেই বিরাট স্বস্তি, রান্নার গ্যাসের দাম কমল অনেকটাই!

LPG Prices From January 1: ২০২৫ সালের প্রথম দিনেই বড়সড় স্বস্তি। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। দাম কমানোর ঘোষণা জারি করেছে সরকারি তেল কোম্পানিগুলো।

LPG Prices From January 1: ২০২৫ সালের প্রথম দিনেই বড়সড় স্বস্তি। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। দাম কমানোর ঘোষণা জারি করেছে সরকারি তেল কোম্পানিগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG Price Hike: এক লাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

২০২৫ সালের প্রথম দিনেই বড়সড় স্বস্তি। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের Photograph: (ফাইল ছবি)

LPG Prices From January 1: ২০২৫ সালের প্রথম দিনেই বড়সড় স্বস্তি। দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের।  দাম কমানোর ঘোষণা জারি করেছে সরকারি তেল কোম্পানিগুলো। ১লা  জানুয়ারি  এলপিজি সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমেছে। দাম কমার পর রাজধানী দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৮০৪ টাকা, যা আগে ছিল ১৮১৮.৫০ টাকা।

Advertisment

প্রতি মাসের প্রথমে তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামের একটি নতুন তালিকা প্রকাশ করে। এবার ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। দিল্লিতে আজ থেকে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮০৪ টাকা।  অন্যদিকে, ১৪.২ কেজির গ্যাস, যা সাধারণ মানুষ রান্নার কাজে ব্যবহার করেন, তার দাম একই আছে।

১৪.২ কেজি রান্নার গ্যাসের দামে কোন রদবদল হয়নি। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে দাম ৮০২.৫০ টাকা। ডিসেম্বর মাসে তেল কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। গত মাসে দাম বেড়েছিল ১৬.৫০টাকা। এর আগে নভেম্বর মাসেও দাম বেড়েছিল।

Advertisment

কোন শহরে দাম কত ছিল?
চেন্নাইতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ১৯৮০.৫০ টাকা, যা এখন কমে হয়েছে ১৯৬৬ টাকা করা হয়েছে। মুম্বইয়ে এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৭১ টাকার পরিবর্তে ১৭৫৬ টাকা হয়েছে। কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯৮০.৫০ টাকার পরিবর্তে ১৯৬৬ টাকা হয়েছে।

 

LPG Cylinder LPG