Advertisment

Digha: বাম্পার সুখবর! দুরন্ত আনন্দের স্রোতে ভাসবেন দিঘায়! পর্যটকদের মনোরঞ্জনে যুগান্তকারী ব্যবস্থা আর ক'দিনেই

Digha: সারা বছরই সমুদ্রনগরী দিঘায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে ছুটির মরশুমে সেই ভিড় যেন উপচে পড়ে। তিলধারণের জায়গা থাকে না রাজ্যের সমুদ্রনগরীতে। গরমের ছুটিতে পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহর পর্যটকদের বিপুল ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে। পর্যটকদের সুবিধার্থে তাই এই মরশুমে দিঘা যেতে সামার স্পেশাল ট্রেনও চালু করেছে রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Luxury Cruise Service in Digha statrts soon

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha: দিঘা (Digha) বরাবরই বাঙালির বেড়ানোর (Travel) তালিকার একেবারে ওপরের দিকেই থাকে। দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিঘা একেবারে পারফেক্ট চয়েজ। রাজ্যের এই সৈকত নগরীতেই এবার শীঘ্রই চালু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত দুরন্ত এক পরিষেবা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA) সূত্রেই এই তথ্য জানা গিয়েছে।

Advertisment

বছরভর দিঘায় পর্যটকদের (Tourists) ভিড় লেগেই থাকে, তবে ছুটির মরশুমে সেই ভিড় যেন উপচে পড়ে। স্কুলে-স্কুলে গরমের ছুটি পড়ে গেলে (Summer Vacation) সৈকতনগরী পর্যটকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হবে। আর ক'দিনের মধ্যেই দিঘার সমুদ্রবক্ষে চালু হয়ে যাচ্ছে প্রমোদতরী পরিষেবা (Cruise Serveice in Digha)। এবার প্রমোদতরীতে চেপেই দিঘার সমুদ্রে ভরপুর মনোরঞ্জনের উপাদান পেয়ে যাবেন পর্যটকেরা।

গোয়ার (Goa) মতো দিঘার সমুদ্রবক্ষে ক্রুজ পরিষেবা চালুর দাবি ছিল দীর্ঘদিনের। পর্যটকদের সেই দাবির কথা মাথায় রেখেই এব্যাপারে উদ্যোগী হয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সেই মতো একটি লঞ্চকে প্রমোদতরী বানানোর তোড়জোড় শুরু হয়ে যায়। যদিও মাঝপথে সেই কাজ থমকে পড়েছিল। তবে এবার নয়া উদ্যমে সেই কাজ ফের শুরু হয়েছে।

আরও পড়ুন- Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?

প্রমোদরীতে চেপে সমুদ্রের অভূতপূর্ব শোভা উপভোগের ষোলোআনা সুযোগ এবার পাবেন পর্যটকেরা। সমুদ্রে মৎস্যজীবীদের জীবন খুব কাছ থেকে চাক্ষুস করার সুযোগ মিলবে পর্যটকদের। বাতানুকূল এই প্রমোদরীতে ঘণ্টাখানেক ধরে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকেরা। প্রমোদরীতে থাকবে রেস্তোরাঁ। এছাড়াও বিনোদনের একাধিক বন্তোবস্ত থাকবে ক্রুজে।

আরও পড়ুন- Doctors Advice: অসহনীয় গরম, প্রেশারের রোগীরা আজই সাবধান হোন! বাচ্চাদের সুস্থ রাখতেও দুরন্ত টিপস চিকিৎসকের

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানা গিয়েছে, এই প্রমোদতরীতে একসঙ্গে ৮০ জন ভ্রমণের সুযোগ পাবেন। এই প্রমোদতরীতে বেড়ানোর খরচও নাগালের মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে।

Luxury Cruise Service in Digha Cruise Service Digha Tourists in Digha Summer Vacation
Advertisment