Advertisment

'পঞ্চায়েতে ৯৮% আসনে না লড়েই জিতবে TMC', 'কাঁটা লাগানো' ভাষণে 'বাজার গরম' মদনের

ফের একবার বিরোধীদের চরম হুঁশিয়ারি কামারহাটির 'কালারফুল' বিধায়কের।

author-image
IE Bangla Web Desk
New Update
Madan believes Tmc will win 98% seats unopposed in panchayat polls

মদন মিত্র।

ফের বেলাগাম মদন মিত্র। ফের একবার বিরোধীদের চরম হুঁশিয়ারি কামারহাটির 'কালারফুল' বিধায়কের। 'পঞ্চায়েতে ৯৮ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল।' রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই মদন মিত্রের এই হুঁশিয়ারিতে বিরোধীরা সিঁদুরে মেঘ দেখছেন। তবে কি ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি দেখবে বাংলা? জোর চর্চায় রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

বৃহস্পতিবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই। দার্জিলিং ও কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে। বাকি ২২টি জেলায় হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। এবারও একদফাতেই রাজ্যে হবে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই বিরোধীদের চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কার্যত হুমকির সুরে চ্যালেঞ্চ ছুঁড়লেন বিজেপিকে।

আরও পড়ুন- চরম কিছুর আশঙ্কা? ‘ক্রীতদাস নই যে যখন ডাকবে যেতে হবে’, কেন বললেন অভিষেক?

ঠিক কী বলেছেন মদন মিত্র?

মদনের কথায়, 'পঞ্চায়েতের ৯৮ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তৃণমূল। মনোনয়ন তুলতে বিজেপি প্রার্থীর ১০ জন করে সিআরপিএফ লাগবে। বুক ফুলিয়ে বলার মতো বিজেপি প্রার্থীই নেই বাংলায়।' তবে এত কিছুর পরেও আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই মনে করেন তৃণমূল নেতা। তিনি আরও বলেন, 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় শান্তিপূর্ণ ভোট হবে পঞ্চায়েতে। পেনাল্টিতেও তো গেলাকিপার থাকে, এখানে গোলকিপার থাকবে না।'

আরও পড়ুন- ভ্যাপসা গরমে সেদ্ধ শরীর! কবে-কখন ঢুকছে বর্ষা? সাতসকালে রইল মারকাটারি আপডেট!

মদন মিত্রের এহেন মন্তব্যে অবশ্য সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা। বিজেপিও কড়া ভাষায় জবাব দিয়েছে। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'হাসপাতালের বেড যেন ওঁরা বুক করে রেখে দেয়।'

tmc bjp West Bengal Madan Mitra TMC MLA panchayat election 2023
Advertisment