আবারও বিতর্কে মদন মিত্র। এবার পুলিশকে হুমকি দিয়ে জোর চর্চায় কামারহাটির তৃণমূল বিধায়ক। 'সিপিএম-বিজেপিকে বাবা ভাবলেও ওরা কিন্তু বাবা নয়।' ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ভরা সভা থেকে কড়া হুমকি মদন মিত্রের। 'কালারফুল' মদনের এহেন হুমকির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাম-বিজেপি-কংগ্রেসের নেতারা।
ঠিক কী বলেছেন মদন মিত্র?
সম্প্রতি কামারহাটি পুরসভার সামনে সিপিএমের একটি সভা হয়। সেই সভা প্রসঙ্গে দলের কর্মসূচিতে মদন মিত্র বলেন, 'ব্যারাকপুর পুলিশ জেনে রাখুন বাংলা আমরা চালাই। সিপিএম-বিজেপিকে বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। পুলিশের মধ্যে চর রয়েছে। বিজেপি বাজার গরম করলে ঠান্ডা করার মন্ত্র আছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করবে তৃণমূল।'
এদিকে মদন মিত্রের সরাসরি পুলিশকে এই হুমকি দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদমাধ্যমে বলেন, 'যত দিন যাচ্ছে তৃণমূলের অধপতন হচ্ছে। নেতারা ধৈর্যহারা হয়ে যাচ্ছেন। সরকারি কর্মীদের দাবিয়ে রেখেছিল। পুলিশকেও দাবিয়ে রেখেছিল। ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। আস্তে আস্তে তৃণমূলের পতন শুরু হচ্ছে। সবাই তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে।'
আরও পড়ুন- আজ তেড়ে বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী একটি সংবাদমাধ্যমে বলেন, 'তৃণমূল দলটা এখন আর চলছে না। তৃণমূলের নেতানেত্রীরা লুঠের বখরার ভাগের লড়াই করছে। তৃণমূল দলটা পরিচালনা করে পুলিশই। থানা পরিচালনা করছে তৃণমূল। এখন তৃণমূল ফেল করেছে। যত উল্টো পাল্টা বকবে, তৃণমূলের বিচ্ছিন্নতা আরও বাড়বে।'
কংগ্রেসের যুব নেতা তথা তরুণ আইনজীবী কৌস্তভ বাগচীর কথায়, 'মদনবাবু কথাগুলো সহজভাবে বলে দিয়েছেন। দলে গুরুত্ব পেতেই এসব বলছেন মদন মিত্র। দল-প্রশাসন সমার্থক, মদন মিত্রের বক্তব্য থেকেই এটা পরিস্কার।'
আরও পড়ুন- Adenovirus: টানা ক’দিন যমে-মানুষে টানাটানি, ফের বিসি রায়ে মৃত্যু একরত্তির