Bomb Blast:মাঝরাতে বিকট শব্দে বিরাট বিস্ফোরণ, বীভৎস মৃত্যু যুবকের

Madhyamgram bomb blast: এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। বিস্ফোরণের পরেই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।

Madhyamgram bomb blast: এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। বিস্ফোরণের পরেই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Actor Passed away

প্রতীকী ছবি।

ভয়াবহ বিস্ফোরণে বীভৎস মৃত্যু যুবকের। ঘটনাটি গতকাল মাঝরাতের। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে বিস্ফোরণটি ঘটে। মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র নামে এক যুবক।

Advertisment

জানা গিয়েছে, গতকাল মাঝরাতে মধ্যমগ্রাম স্টেশনের কাছে মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এলাকাটি বেশ জনবহুল। বাইরে থেকে আনা বোমায় বিস্ফোরণ? নাকি সেখানে মজুত থাকা বোমায় বিস্ফোরণ...নাকি নিহত যুবকের ব্যাগেই রাখা ছিল বোমা? এখনও এই ব্যাপারে স্পষ্ট তথ্য মেলেনি পুলিশ সূত্রে।

গতকাল মাঝরাতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর জখম অবস্থায় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সোমবার সকালে সেই বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সচ্চিদান্দ মিশ্র নামে ওই যুবকের। এদিকে গতকাল বিস্ফোরণের খবর পেয়েই এলাকায় পৌঁছে যান জেলা পুলিশের শীর্ষ কর্তারা। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News live updates:আজ SSC ভবন অভিযানে চাকরিহারারা, তার আগেই মিছিলের আয়োজকের বাড়িতে পুলিশ

খবর পেয়ে এলাকায় যায় ডিসপোজাল স্কোয়াড। আজ ফরেনসিক বিশেষজ্ঞরাও এলাকায় যেতে পারেন। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। এদিকে, ঘটনাস্থল থেকে মোবাইলের চার্জার, কিছু ইলেকট্রনিক গেজেট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ

Madhyamgram Death Blast