West Bengal News Highlights :ট্রাম্পের সঙ্গে আলোচনার পরই মোদীকে ফোন পুতিনের! বিশেষ কোন কারণ?

West Bengal News Updates 18 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 18 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Putin India Visit

মোদী - পুতিন

Kolkata News Updates: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া শীর্ষ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। সেই ফোনালাপে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা হয় মোদীর সঙ্গে।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী তার অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে লেখেন— “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই তার ফোন কল এবং আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হওয়া সাম্প্রতিক বৈঠকের বিশদ ভাগ করে নেওয়ার জন্য।”

তিনি আরও লেখেন, “ভারত বরাবরই ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছে এবং এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আগামী দিনে আমাদের পারস্পরিক যোগাযোগ আরও গভীর হবে বলে আমি আশাবাদী।”ভারতের বিদেশ মন্ত্রকও ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠককে স্বাগত জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আলাস্কার এই বৈঠক বিশ্বশান্তির দিকেই বড় পদক্ষেপ। শান্তির জন্য তাদের নেতৃত্ব প্রশংসনীয়।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়— “সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই সংঘাতের সমাধান সম্ভব। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান গোটা বিশ্বের প্রত্যাশা।”

Advertisment

সোমবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে এদিন অভিযান শুরুর আগে থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় মিছিলের আহ্বায়ক সুমন বিশ্বাসকে। এছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সল্টলেকের করুণাময়ী চত্বরে SSC ভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। আন্দোলনকারীদের ওপর শুরু থেকেই নজরদারি রেখেছিল পুলিশ। পরপর আটক, গ্রেফতারের ঘটনায় শেষমেষ SSC ভবন স্থগিত রাখেন আন্দোলনকারীরা। পরবর্তী সময়ে আবারও আন্দোলনে তাঁরা ঝাঁপাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। CBI-এর একটি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির গ্রুপ-C নিয়োগের ক্ষেত্রে অনিয়ম মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি ঘটছে না পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এর গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির আরও একটি মামলায় জেল বন্দি হয়ে থাকতে হচ্ছে তাঁকে। সুতরাং শীর্ষ আদালত থেকে জামিন পেলেও আপাতত জেলবন্দিই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।  

এদিকে BJP-র ডাকা বনধ ঘিরে সোমবার সকাল থেকেই থমথমে পরিবেশ হুগলির খানাকুলে। রবিবার খানাকুলে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়। BJP-র কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন- Kolkata weather today:বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও দুর্যোগ

পরিস্থিতি সামাল দিতে গিয়ে হামলার শিকার হয় পুলিশও। তারপরেই সোমবার আজ ১২ ঘণ্টার খানাকুল বনধের ডাক দেয় বিজেপি। সোমবার সকাল থেকে খানাকুলের বেশ কিছু জায়গায় দোকান-বাজার বন্ধ রয়েছে।

আরও পড়ুন- Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ

  • Aug 18, 2025 12:23 IST

    Kolkata News Live Updates: কাউন্সিলরকে 'চোর' স্লোগান

    'পাড়া সমাধান' প্রকল্পে কাউন্সিলরকে দেখেই উঠল 'চোর চোর' স্লোগান। রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় সরকারি শিবিরে তুমুল বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। কাউন্সিলরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে শিবির ছেড়ে বেরিয়ে গেলেন এলাকার বাসিন্দারা। 

    বিস্তারিত পড়ুন- Amader Para Amader Samadhan:'পাড়া সমাধান' শিবিরে TMC কাউন্সিলরকে 'চোর' স্লোগান, হট্টগোলে ভণ্ডুল কাজ



  • Aug 18, 2025 11:29 IST

    Kolkata News Live Updates: দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিল

    ভয়ঙ্কর দুর্ঘটনা! মৃত্যুমিছিলে হাহাকার। হাসপাতালে স্বজনহারাদের কান্না, আর্তনাদ। গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল গাড়িটি টুকরো টুকরো হয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায়, যার ফলে উদ্ধারকাজও ব্যাহত হয়। 

    বিস্তারিত পড়ুন-Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ



  • Aug 18, 2025 11:28 IST

    Kolkata News Live Updates: বিস্ফোরণে মৃত্যু যুবকের

    ভয়াবহ বিস্ফোরণে বীভৎস মৃত্যু যুবকের। ঘটনাটি গতকাল মাঝরাতের। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে বিস্ফোরণটি ঘটে। মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র নামে এক যুবক। জানা গিয়েছে, গতকাল মাঝরাতে মধ্যমগ্রাম স্টেশনের কাছে মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

    বিস্তারিত পড়ুন- Bomb Blast:মাঝরাতে বিকট শব্দে বিরাট বিস্ফোরণ, বীভৎস মৃত্যু যুবকের



  • Aug 18, 2025 11:25 IST

    Kolkata News Live Updates: ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপের শক্তি আরও বাড়বে। তারই জেরে রাজ্যের জেলায় জেলায় টানা কয়েকদিন দফায়-দফায় ঝড় জলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহের শেষের দিকেই দানা বাঁধতে পারে আরও একটি নিম্নচাপ। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather today:বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও দুর্যোগ



WB SSC Scam Bengali News Today protest