scorecardresearch

Madhyamik 2023: শুরু মাধ্যমিক, পড়ুয়া-জীবনের প্রথম বড় পরীক্ষায় নজিরবিহীন সুরক্ষা

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন।

Madhyamik 2023
কলকাতার একটি পরীক্ষাকেন্দ্রের বাইরের ছবি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

আজ বৃহস্পতিবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী আজ মাধ্যমিক পরীক্ষায় বসছে। আজ থেকে শুরু হয়ে আগামী ৪ মার্চ পরীক্ষা শেষ হবে। নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিকের দিনগুলিতে বাড়তি ট্রেন ও মেট্রো পরিষেবা দিচ্ছে রেল।

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি- শশী ঘোষ

বেলা পৌনে বারোটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ৩টেয়। ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার জন্য বরাদ্দ করা হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার প্রতিটি কেন্দ্রে নজিরবিহীন সুরক্ষার বন্দেবাস্ত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখেতে চূড়ান্ত উদ্যোগ নিয়েছে পর্ষদ-প্রশাসন। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকছে। এমনকী প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও বেশ কয়েকটি জেলায় পরীক্ষার হলে গার্ডের ভূমিকায় এবার দেখা যাবে।

আরও পড়ুন- মাধ্যমিক ২০২৩: ফলাফল কবে? পরীক্ষা শুরুর আগেই জানালেন পর্ষদ সভাপতি

একটি কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা। ছবি: পার্থ পাল।

এদিকে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে গণপরিবহণ ব্যবস্থা যাতে মসৃণ থাকে সেব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। পর্ষদের তরফে বাস-মিনিবাস সংগঠনগুলিকে বিশেষভাবে আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিকের দিনগুলিতে বিশেষ পরিষেবা দেবে রেলও। শিয়ালদহ ডিভিশনে সোমবার সকাল ১০টা থেকে বেলা পৌনে বারোটা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত একাধিক ইএমইউ/প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন- মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় বিশেষ পরিষেবা মেট্রোর, জানুন সময়সূচি

অন্যদিকে, মেট্রোরেলের তরফেও মাধ্যমিক পরীক্ষার প্রতিটি দিনে বিশেষ পরিষেবা দেওয়ার কথা জানানো হয়েছে। আজ মাধ্যমিকের শুরুর দিন থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। এই দিনগুলিতে সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা।

চলছে ঝালিয়ে নেওয়া। ছবি- শশী ঘোষ

এই সময়ের মধ্যে শনিবারে ৪টি আপ এবং ৪টি ডাউন, অর্থাৎ মোট ৮টি অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো। শনিবার বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পীরক্ষার দিনগুলিতেও বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Madhyamik 2023 starts from today updates