আজ থেকে শুরু মাধ্যমিক। করোনার জেরে দু'বছর পর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আজ সোমবার বেলা ১১.৪৫ মিনিট থেকে শুরু পরীক্ষা। পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হবে। এরই পাশাপাশি বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষাকেন্দ্রের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
Advertisment
পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। ছবি: শশী ঘোষ।
আজ থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার রাজ্যের মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে।
স্কুলের কোন ঘরে বসে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। দেখে নিচ্ছে পড়ুয়ারা। ছবি: শশী ঘোষ।
Advertisment
Best wishes to the Madhyamik Examinees, 2022. This is your first big exam in life. Remain confident, you are sure to achieve success. Appeal to all to cooperate in smooth conduct of the gigantic exercise. All the best, my dear students.
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পীরক্ষার্থীদের কোভিড-বিধি মেনে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে পারস্পরিক দূরত্ব-বিধি মেনে পড়ুয়াদের বসানোর বন্দোবস্ত থাকছে। এরই পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পড়ুয়া অসুস্থ হলে তার জন্য আইসোলেশন রুমেরও ব্যবস্থা রাখা হচ্ছে।
মধ্যমগ্রামের একটি পরীক্ষাকেন্দ্রের সামনে পড়ুয়া ও অভিভাবকরা। ছবি: শশী ঘোষ।
রাজ্যে-রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই খুলে গিয়েছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এরাজ্যেও পুরোদমে চালু হয়ে গিয়েছে স্কুল, কলেজ। দু’বছর পর আজ স্কুলে গিয়েই মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা। দেশজুড়ে করোনা বিপজ্জনক আকার নেওয়ায় ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি।