Madhyamik Exam 2025: জীবনের প্রথম বড় পরীক্ষার দিনেই দুই বাইকের সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় ছড়িয়ে পড়ল চূড়ান্ত চাঞ্চল্য
Madhyamik Exam 2025: জীবনের প্রথম বড় পরীক্ষা! ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়।
জীবনের প্রথম বড় পরীক্ষার দিনেই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় ছড়িয়ে পড়ল চূড়ান্ত চাঞ্চল্য
Madhyamik Exam 2025: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়।
Advertisment
আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার সময়ই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে দুই পরীক্ষার্থী। এই ঘটনায় ২ পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত দুই পরীক্ষার্থী গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার পর তড়িঘড়ি দুই পরীক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী একটি বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজিবপুর উচ্চ বিদ্যালয়। জঙ্গলপুর কাঠ মিল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে।
Advertisment
এই ঘটনায় আহত হন দুই মাধ্যমিক পরীক্ষার্থী, গুরুতর আহত হন তাদের বাইক চালক। তড়িঘড়ি স্থানীয়রা তাদের অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালেই পরীক্ষা দুই শিক্ষার্থীর
বাইক চালকের অবস্থার অবনতি হলে তাকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসে অশোকনগর থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীর হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা জেলা প্রশাসন।