Madhyamik Exam 2025: আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে যুগান্তকারী পদক্ষেপ
Madhyamik Exam: আজ থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩।
Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে সিট নম্বর দেখছেন পরীক্ষার্থীরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Helpline numbers additional buses and other vehicles are running for Madhyamik Exam 2025: আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবারও বিশেষ বন্দোবস্ত দিকে দিকে। বাড়তি বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন তো থাকছেই সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু থাকছে হেল্পলাইন নম্বরও। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩।
Advertisment
আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন।
মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। ২৪ ঘন্টা কার্যকর থাকবে সেই কন্ট্রোলরুম থেকে। কন্ট্রোলরুমের ফোন নম্বরগুলি হল, ০৩৩-২৩২১ ৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। এছাড়াও কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা যাবে, সেই নম্বর হল-৯৪৩২৬১০০৩৯।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা, ১১ ফেব্রুয়ারি ইংরেজি, ১৫ ফেব্রুয়ারি হবে অংক পরীক্ষা, আগামী ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান এবং সবশেষে আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।