/indian-express-bangla/media/media_files/2025/02/12/lEmJNcbjefTy0c9yfTtB.jpg)
Basanti Police Station: বাসন্তী থানা।
student commits suicide: বিষ খেয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে ওই স্কুলছাত্রী। আচমকা কেন ওই পরীক্ষার্থী আত্মহননের মতো সিদ্ধান্ত নিল তা এখনও স্পষ্ট হয়নি। পরিবারের সদস্যরা এককথায় দিশেহারা হয়ে পড়েছেন গোটা ঘটনায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশ আধিকারিকদের।
বাসন্তীর সজনেতলা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী রুমা নস্কর (১৭) বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল রুমা। পরীক্ষা শেষে বাড়ি ফিরেছিল কিশোরী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া সেরেছিল রুমা। তবে তারই কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দেখতে পান রুমা বমি করছে। তাঁকে জিজ্ঞাসা করলে সে জানায়, ইঁদুর মারার বিষ খেয়েছে সে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা ভালো হয়নি রুমার। সম্ভবত তারই জেরে সে আত্মহননের মতো সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি তাঁদের। এদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীকে দ্রুত বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
ওই হাসপাতালে ভর্তি রেখেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রুমার মৃত্যু হয়। বাসন্তী থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষার্থী রুমার এমন মর্মান্তিক পরিণিততে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।