/indian-express-bangla/media/media_files/2024/11/03/kQpOg42Pot4VsirsqBz3.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: ভাইফোঁটায় গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্রাতৃদ্বিতীয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে নতুন গান প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ায় মুখ্যমন্ত্রীর লেখা গানটি ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়েছে। এবারের কালীপুজোয় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গিয়েছে।
এবার ভাইফোঁটা (Bhaiphota) উপলক্ষে গান বেঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা', শীর্ষক এই গান ভাইফোঁটার আগেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। নেট দুনিয়ায় এই গানটি ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়।
রাজনৈতিক সত্ত্বার পাশাপাশি মুখ্যমন্ত্রীর শিল্পী সত্ত্বাকে কখনও অস্বীকার করা যায় না। ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন গানে কথা ও সুর দেওয়ায় বরাবর অনন্য ছাপ রেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের কালীপুজোয় মুখ্যমন্ত্রীর কথা ও সুরে নতুন শ্যামা সংগীত এখনও সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং। কালীপুজোর দিনেই মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া গানের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নয়া রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে
আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে/ বরণ করো, বরণ করো, বরণ করো তাঁরে..."। এবারের কালীপুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন এই গানটি গেয়েছেন। তবে শুধু শ্যামা সংগীতই নয়, বিভিন্ন রকমের গানে কথা ও সুর দিয়েছেন মমতা। বেশ কিছু সরকারি প্রকল্প নিয়েও গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তাঁর কবিতা, অন্যান্য গল্পের বই তো রয়েছেই।