দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় দশমাথার মহাকালী, কাহিনী জানলে গায়ে কাঁটা দেবে

কথায় আছে, অমাবস্যা নয় ভূত চতুর্দশীতে দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর। প্রতিমার দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব।

কথায় আছে, অমাবস্যা নয় ভূত চতুর্দশীতে দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর। প্রতিমার দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব।

author-image
Madhumita Dey
New Update
mahakali-pujo-shovajatra-gangabag

ইংরেজবাজার ব্যায়াম সমিতির ক্লাবের মহাকালীর মূর্তি শোভাযাত্রা

কার্তিক মাসের চতুর্দশীতে ঢাকঢোল সহ সহ ভিন রাজ্যের বাজনা মাধ্যমেই দশমাথার মহা কালীর শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। রবিবার মহাকালীর পুজো হয় ধুমধাম করে। পাঁঠা বলি এবং শোল মাছের ঝোল রান্না করেই ভোগ দেওয়া হয় মহাকালীর। তন্ত্র মতে পূজিত হন দেবী মাতা। ইংরেজবাজার শহরের গঙ্গাবাগ এলাকায় প্রায় ৯৫ বছরের পুরনো এই পুজোকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে। সকাল থেকে ইংরেজবাজার শহরের মহাকালীর শোভাযাত্রা দেখতে রাস্তার ধারে মানুষ ভিড় করেন।

Advertisment

 আলোর উৎসবের রঙিন কলকাতা,শহরের সেরা এই মাতৃ প্রতিমার রূপ দেখে গায়ে কাঁটা দেবে

কথায় আছে, অমাবস্যা নয় ভূত চতুর্দশীতে  দিনের আলোতে পুজো করা হয় মহাকালীর। প্রতিমার দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা রয়েছে। এই প্রতিমায় নেই শিব। ক্লাব সদস্যরা জানিয়েছেন, পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয়ে স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন মহাকালী পুজো। মালদা শহরের গঙ্গাবাগ এলাকায় পঞ্চমুন্ডির আসরে তান্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর। পাঠা বলির প্রথা রয়েছে মহাকালী পজায়।

Advertisment

দীপাবলিতে এই তিন রাশির জাতক-জাতিকারা মালামাল হবেন, দেবী লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর

এদিন ইংরেজবাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় মৃৎশিল্পী শিবু মন্ডলের কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট ক্লাবের এক কর্মকর্তা শুভ্রাংশু দাস বলেন, এই ক্লাবের মূল আকর্ষণ দেবী প্রতিমা আনার সময় শোভাযাত্রা। বিশাল শোভাযাত্রা করে এবছর পুরাতন মালদার কাদিরপুর এলাকা থেকে দশ মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে।

অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার, আকাশছোঁয়া দামেও ধনতেরাসে সোনা বিক্রিতে নজির দেশে

দক্ষিণ ভারত, উড়িষ্যা সহরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্য শিল্পীরা যোগ দেন শোভাযাত্রায়। সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরাও অংশ নেন শোভাযাত্রায়। ঢাক, কাঁসর, নাগরাই, মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায়। বহু মানুষ রাস্তার দুই ধারে ভিড় জমিয়ে   শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করেন। এবারে মহাকালি পুজোয় লেজারের শো করা হয়েছে। চলবে চার দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

Malda Kali Puja 2025