Mahakumbh 2025: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় তীর্থ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মালদার মেডিকেল কলেজের এক কর্মীর। ১৪ জানুয়ারি এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর বুধবার সন্ধ্যায় মালদার ওই ব্যক্তির দেহ ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকার বাড়িতে আনার ব্যবস্থা করেন পরিবারের লোকেরা। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অসিত ঘোষ (৫৩)। তিনি মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী হিসাবে কর্মরত ছিলেন। ইংরেজবাজার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মহেশমাটি এলাকায় তার স্থায়ী বাড়ি। পরিবারে রয়েছেন স্ত্রী গায়েত্রী ঘোষ এবং দুই ছেলে। বড় ছেলে অভিজিৎ ঘোষ মালদায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত। ছোট ছেলে অভয় ঘোষ কলেজে পাঠরত।
মৃতের স্ত্রী গায়ত্রীদেবী জানিয়েছেন , বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়ানোর শখ ছিল স্বামী অসিত ঘোষের । কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো একা তিনি বিভিন্ন তীর্থ স্থানগুলিতে যেতেন। অনেকদিন ধরেই বলছিলেন এবারের কুম্ভ মেলায় ১২ বছর পর বিরল যোগ তৈরি হয়েছে। ফলে সেই উত্তরপ্রদেশে প্রয়াগরাজের কুম্ভ মেলায় যাবেন। আমরা তাঁকে বাধা দিই নি। এরপরেই ১৪ জানুয়ারি বিকেলে স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানতে পারি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পৌঁছেছিলেন মালদার বাসিন্দা অসিত ঘোষ। সেখানে পশ্চিমবঙ্গের এক বাঙালি পর্যটকের সঙ্গে পরিচয় হয়। তারা একই সাথে একটি ক্যাম্পে ছিলেন। ১৪ জানুয়ারি বিকালে হঠাৎ করে অসুস্থ বোধ করেন অসিতবাবু । ক্যাম্পের কাছে মহাকুম্ভ মেলার মধ্যেই মারা যান তিনি।
এরপরই ওই বাঙালি পর্যটকের মাধ্যমে মৃত অসিতবাবুর বাড়িতে খবর জানানো হয়। পরে মৃতের পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় অসিত ঘোষের কফিন বন্দি মৃতদেহ মালদার বাড়িতে নিয়ে আসা হয়।