Mahakumbh Stampede:প্রয়াগরাজে মহাকুম্ভে প্রবল হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। সেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম হয়েছেন আরও অনেকে। মহাকুম্ভে মৃত ও জখমদের তালিকায় নাম রয়েছে বাংলার নাগরিকদেরও। সেই মহাকুম্ভে গিয়েই প্রবল ধাক্কাধাক্কির মাঝে পড়ে গিয়েছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি ও তাঁর পরিবার। তবে কোনওমতে প্রাণ বাঁচিয়ে ঘাটাল ফিরেছেন তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। তবে ধাক্কাধাক্কির মাঝে তাঁর স্ত্রীর সোনার হারটি খোয়া গিয়েছে।
পরিবার নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি। মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে স্নানের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু তার আগেই ভয়াবহ পদুপিষ্ট হওয়ার ঘটনার মুখে পড়ে যান তিনিও। পড়ে গিয়ে জখমও হয়েছেন তিনি।
তবে কোনওমতে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন দিলীপ মাজি। তবে হুড়োহুড়ির মাঝে তাঁর স্ত্রীর সোনার হারটি খোয়া গিয়েছে। শুক্রবারই পরিবার নিয়ে বাড়ি ফিরে এসেছে তিনি। তবে সেদিনের সেই আতঙ্ক এখনও তাড়া করে নিয়ে বেড়াচ্ছে এই তৃণমূল নেতাকে।
আরও পড়ুন- Kolkata Fire: সাতসকালে কলকাতায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার মহাকুম্ভে গিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ গিয়েছিলেন পুণ্যার্জনের লক্ষ্যে। তাঁদেরও অনেকে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। এখনও নিখোঁজ বহু। তবে ময়না তদন্ত না করেই এবং অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট না দিয়েও হস্তান্তর মৃতদেহ হস্তান্তর করে দেওয়ার অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথের সরকার বিরুদ্ধে। মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনায় পর মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। তবে ডেথ সার্টিফিকেট না পেলে কীভাবে সেই আর্থিক ক্ষতিপূরণের টাকা মিলবে তা নিয়ে সংশয় কাটছে না।
আরও পড়ুন- West Bengal News Live:বাড়ির মুখেই দাঁড়িয়ে মস্ত বাঘ, দক্ষিণরায়ের প্রবল গর্জনে ঘটনাস্থলেই অজ্ঞান যুবক