Sandip-Asur: নেটিজেনদের চোখে অসুরের মুখটা যেন, পুরো আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ। শুধু চোখে চশমাটাই নেই। এভাবেই এবারের দুর্গাপূজায় জায়গা করে নিলেন আরজি কর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুন-কাণ্ডে অভিযুক্ত ধৃত সন্দীপ ঘোষ। মুর্শিদাবাদের বহরমপুরের এক পুজোমণ্ডপে অসুরের চেহারার সঙ্গে তাঁর অবিকল মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের একাংশ। যার ফলে, সেই মণ্ডপের অসুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। অনেক নেটিজেন তো মজা করে ওই অসুরের নামই বদলে দিয়েছেন। মহিষাসুর থেকে নাম দিয়েছেন সন্দীপাসুর।
তবে, বহরমপুরের স্বর্গধাম সেবক সংঘ পুজো কমিটির পুজোর প্রতিমাশিল্পী অসীম পালের দাবি, তিনি নিজের মনেই মহিষাসুরের মূর্তি তৈরি করেছেন। তার সঙ্গে আরজি কর-কাণ্ডের কোনও মিল নেই। অন্যবার যেমনভাবে মূর্তি বানান। এবারও তেমনভাবেই তিনি মহিষাসুরের মূর্তি বানিয়েছেন। যাঁরা অসুরের মুখের সঙ্গে সন্দীপ ঘোষের মুখের আদল খুঁজে পাচ্ছেন, সেটা সম্পূর্ণই তাঁদের ব্যাপার। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুন-কাণ্ডে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতির অভিযোগেরও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীরা।
নেটিজেনরা অবশ্য ওই মূর্তি দেখে বেশ খুশিই হয়েছেন। অনেক নেটিজেনই প্রতিমাশিল্পীকে বাহবা দিয়েছেন। নেটিজেনদের বক্তব্য, ওটাই মহিষাসুরের সঠিক মূর্তি হয়েছে। আরজি কর-কাণ্ডে প্রতিবাদে শামিল হয়েছেন সমাজের আট থেকে আশি। দিনের পর দিন তাঁরা প্রতিবাদে মিছিল করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের সাধ্যমত প্রতিবাদে যোগ দিয়েছেন। কোথাও এঁকে, কোথাও আবার নাচ, কোথাও আবার নাটক বা বক্তব্য রাখার মাধ্যমে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন।
আরও পড়ুন- 'প্রতীকী' গণ ইস্তফার মধ্য দিয়ে সরকারকে বার্তা, উৎসব আবহে রাজ্যে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোতেও সেই প্রতিবাদের ছায়া খুঁজে পেয়ে তাই নেটিজেনরা রীতিমতো আপ্লুত। অনেকে তো স্বর্গধাম সেবক সংঘের ওই অসুরের চোখে একটা চশমা পরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন। তবে, শিল্পী তাতে নারাজ। তিনি পুজোকে পুজোর চোখেই দেখতে চান। তাতে অন্য কোনও প্রতিবাদের ছায়া পড়তে দিতে নারাজ। সেই কারণে দর্শক ও নেটিজেনদের একাংশের দাবি মেনে অসুরের চোখে চশমা পরাতেও তিনি চাননি বলেই জানা গিয়েছে।