Advertisment

Mahua Moitra: ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেই মহুয়ার জন্য বিরাট সুখবর! কী বলল আদালত?

Mahua Moitra-Lok Sabha Election 2024: এবারের লোকসভা নির্বাচনেও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। গোটা লোকসভা কেন্দ্র চষে ফেলে প্রচার সারছেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের প্রচার শুরু করেছেন মহুয়ার কেন্দ্র দিয়েই। এবারেও কৃষ্ণনগর থেকে রেকর্ড মার্জিনে জয়ের ব্যাপারে আশাবাদী মহুয়া মৈত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra has right to defend herself says delhi high court

Mahua Moitra: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

Mahua Moitra-Jai Anant Dehadrai: সংসদে টাকার বিনিময়ে আদানিদের (Adani) বিরুদ্ধে প্রশ্ন (Cash for Queries Case) তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে শেষমেস সাংসদ পদ খোয়াতে হয়েছে মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। টাকার বিনিময়ে প্রশ্ন-কাণ্ডে সম্প্রতি মহুয়ার বাড়ি-দফতরে হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মহুয়ার সাংসদ বাতিল ইস্যুতে তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা মন্তব্য করেছেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই, এমনই দাবি মহুয়ার। মহুয়াও তাঁর বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন বলে দাবি অনন্তেরও। দু'পক্ষের আকচাআকচি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করেছেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই (Jai Anant Dehadrai)। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)।

Advertisment

কী বলল আদালত?

মহুয়া যাতে তাঁর বিরুদ্ধে 'অবমাননাকর মন্তব্য' করা বন্ধ করেন আদালতকেই সেই নির্দেশ দিতে আবেদন জানিয়েছিলেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই। সেই মামলার শুনানিতে আদালত জয় অনন্ত দেহদ্রাইকে জানিয়েছেন, তিনি মহুয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুললে মহুয়ারও তাঁর আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। তবে এক্ষেত্রে মহুয়াকেও মিথ্যা অভিযোগ আনলে চলবে না।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: দুয়ারে ভোট, কলকাতার এই এলাকাগুলি চোখে-চোখে রাখছে তৃণমূল, কারণ জানলে তাজ্জব হবেন!

এদিন আদালতে মহুয়া মৈত্রের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল জয় অনন্ত দেহদ্রাইয়ের উদ্দেশ্যে কোনও অবমাননাকর মন্তব্য করেননি। মহুয়া যা যা বলেছেন তাঁর পিছনে যুক্তি রয়েছে বলে সওয়াল করেন তাঁর আইনজীবী। যদিও এর পাল্টা মহুয়ার প্রাক্তন বন্ধু অনন্তের আইনজীবী জানান, মহুয়া মৈত্র তাঁর মক্কেলের চেয়ে যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। মহুয়ার মন্তব্যে তাঁর মক্কেলের কর্মজীবনে প্রভাব পড়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন- Lok Sabha Polls 2024: BJP-র ‘সুপার হেভিওয়েট’ এই প্রার্থী, একুশের ভোটে তাঁর বাড়ির বুথেই মুখ পুড়েছিল দলের

এদিন দু'পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শুনে আদালত জানিয়েছে, অতি সম্প্রতি মহুয়া মৈত্রের তরফে তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইকে নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে মহুয়ার আগের মন্তব্যের কারণে তাঁর প্রাক্তন বন্ধুর কর্মজীবনে কতটা প্রভাব পড়েছে তাও পর্যালোচনা করে দেখা হবে বলে এদিন আদালত জানিয়েছে। এমনকী মহুয়া মৈত্রও যদি অনন্তের বিরুদ্ধে কোনও মিথ্যা অভিযোগ এনে থাকেন তবে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে আদালত স্পষ্ট করে এদিন জানিয়ে দিয়েছে। আগামী ২৫ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।

tmc Mahua Moitra Delhi High Court
Advertisment