/indian-express-bangla/media/media_files/2025/08/30/mahua-2025-08-30-14-17-43.jpg)
Amit Shah & Mahua Moitra: অমিত শাহ ও মহুয়া মৈত্র।
Mahua Moitra:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তোলপাড়। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তাঁর এই বক্তব্যের পর, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে।
অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার তীব্র নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, “বারবার অনুপ্রবেশ প্রসঙ্গ তোলা হচ্ছে। কিন্তু দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি প্রতিদিন সীমান্ত ভেঙে বাইরের লোকজন ঢুকে আমাদের মা-বোনদের দিকে কুনজর নজর দেয়, জমি দখল করে, তাহলে প্রথমে দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন অনুপ্রবেশে দেশের জনসংখ্যার চিত্র বদলে যাচ্ছে। অথচ তাঁর পাশে বসা স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি দিচ্ছেন। তাহলে সীমান্ত সুরক্ষার দায় কার?” যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে কেউ না থাকে, অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।”
আরও পড়ুন- 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে অভূতপূর্ব সাড়া! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী এবার কী জানালেন?
বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসা এই মন্তব্যের পর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ মজুমদার। বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য ‘অশোভনীয় ও আপত্তিকর’। দলের নেতা রাহুল সিনহা বলেছেন, “একজন সাংসদ হিসেবে এমন মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীনতা। এভাবে কথা বলা আসলে হিংসাকে উস্কে দেয়। আসল অপরাধী হল তৃণমূল সরকার, যারা সীমান্তে জমি না দিয়ে অনুপ্রবেশ রোধে বাধা তৈরি করেছে। বরং তৃণমূল কংগ্রেসই অনুপ্রবেশকারীদের আধার ও ভোটার কার্ড জোগাড় করে দিচ্ছে।”
আরও পড়ুন-প্রকৃতির রুদ্ররূপে লন্ডভন্ড! মৃত্যুমিছিলে হাহাকার
এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন, মহুয়া মৈত্র প্রতীকীভাবে তাঁর বক্তব্য রেখেছেন। তিনি কারও কোন রকমের ক্ষতি চাননি। কুণাল ঘোষের বক্তব্য, “মহুয়ার মন্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা উচিত নয়। তিনি প্রতীকী ভাষায় রাজনৈতিক সমালোচনা করেছেন।” এদিকে মহুয়া মৈত্রর বক্তব্য ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।