Mamata Banerjee:'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে অভূতপূর্ব সাড়া! উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী এবার কী জানালেন?

Amader Para Amader Samadhan: গত ২ অগাস্ট আমাগের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Amader Para Amader Samadhan: গত ২ অগাস্ট আমাগের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Amader Para Amader Samadhan, project launch, local problem resolution, drainage system, road repair, waterlogging issue, electricity problem, sanitation, waste management, civic services, quick solution, state government project,আমাদের পাড়া আমাদের সমাধান, প্রকল্প উদ্বোধন, স্থানীয় সমস্যা সমাধান, নিকাশি ব্যবস্থা, রাস্তা মেরামত, জল জমা সমস্যা, বিদ্যুৎ সমস্যা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক পরিষেবা, দ্রুত সমাধান, রাজ্য সরকার প্রকল্প

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Amader Para Amader Samadhan-Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আরও এক জনমুখী প্রকল্প শুরুর পর মাত্র ২৬ দিনের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। রাজ্যের কোনায় কোনায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে মাত্র ২৬ দিনে এক কোটিরও বেশি সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।

Advertisment

উল্লেখ্য, গত ২ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথভিত্তিক 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবির চালু করেছে সরকার। এই নয়া প্রকল্পে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে স্থানীয় সমস্যার সমাধানে খরচ করবে সরকার। এলাকায় আলোর সমস্যা, ছোট রাস্তা তৈরি, নিকাশিনালার সংস্কার, সেতু মেরামতি, স্কুল ভবনের সংস্কারের মতো ছোটখাটো সমস্যা এসব শিবিরে এসে জানালে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। তারপর সেই সব সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন- West Bengal News live updates:খাস কলকাতায় বৃদ্ধের রহস্যমৃত্যুতে টানটান উত্তেজনা! খুন না আত্মহত্যা? নাকি দুর্ঘটনা? ধন্দে পুলিশ

Advertisment

'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প শুরুর মাত্র ২৬ দিনের মধ্যেই রাজ্যজুড়ে ১ কোটিরও বেশি মানুষ এই সব শিবিরে এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ব্যাপারে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী লিখেছেন, "অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ  রাজ্যজুড়ে 'আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি  শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন।" 

আরও পড়ুন- SSC Group C Group D Recruitment: বড় খবর! সরকারি স্কুলে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন কবে থেকে?

তিনি লিখেছেন, "রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে আপনাদের এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলার গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সুশাসনকে  নতুন শক্তি দিয়েছে, দিয়েছে নতুন প্রাণ।কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন। উন্নয়নের এই সার্বিক প্রচেষ্টায় যুক্ত সকল  জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং কর্মচারী ও স্বেচ্ছাসেবক, যাঁরা  অনলস পরিশ্রম করে এই উদ্যোগের সাফল্য বাংলার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের আমার হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের  উপর বিশ্বাস রেখেছেন।"

আরও পড়ুন- Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?

তিনি আরও লিখেছেন, "বাংলার প্রতিটি মানুষের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে  আছে ও আগামী দিনেও থাকবে- এই কথা দিলাম।"

Bengali News Today CM Mamata banerjee Amader Para Amader Samadhan