/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Amader Para Amader Samadhan-Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আরও এক জনমুখী প্রকল্প শুরুর পর মাত্র ২৬ দিনের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। রাজ্যের কোনায় কোনায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে মাত্র ২৬ দিনে এক কোটিরও বেশি সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।
উল্লেখ্য, গত ২ আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথভিত্তিক 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবির চালু করেছে সরকার। এই নয়া প্রকল্পে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে স্থানীয় সমস্যার সমাধানে খরচ করবে সরকার। এলাকায় আলোর সমস্যা, ছোট রাস্তা তৈরি, নিকাশিনালার সংস্কার, সেতু মেরামতি, স্কুল ভবনের সংস্কারের মতো ছোটখাটো সমস্যা এসব শিবিরে এসে জানালে তা খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। তারপর সেই সব সমস্যার সমাধান করা হবে।
'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প শুরুর মাত্র ২৬ দিনের মধ্যেই রাজ্যজুড়ে ১ কোটিরও বেশি মানুষ এই সব শিবিরে এসেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ব্যাপারে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী লিখেছেন, "অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে 'আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন।"
তিনি লিখেছেন, "রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে আপনাদের এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলার গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সুশাসনকে নতুন শক্তি দিয়েছে, দিয়েছে নতুন প্রাণ।কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন। উন্নয়নের এই সার্বিক প্রচেষ্টায় যুক্ত সকল জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং কর্মচারী ও স্বেচ্ছাসেবক, যাঁরা অনলস পরিশ্রম করে এই উদ্যোগের সাফল্য বাংলার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের আমার হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।"
আরও পড়ুন- Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?
তিনি আরও লিখেছেন, "বাংলার প্রতিটি মানুষের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে- এই কথা দিলাম।"