/indian-express-bangla/media/media_files/2025/06/05/aY3SQAML0X1Ppi1vC3od.jpg)
Mahua Moitra marriage: বিয়ের পর স্বামীর সঙ্গে মহুয়া মৈত্র।
Mahua Moitra:চুপিসারে বিয়ে করলেন তৃণমূল কংগ্রেসের দু'বারের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। গত ৩০ তিনি বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। মহুয়া মৈত্রের জীবনের এই নতুন ইনিংস শুরু নিয়ে তাঁর দলেরও অনেকে কিছুই জানতেন না বলে সূত্রে দাবি। মহুয়া মৈত্রের বিয়ে নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তৃণমূল সাংসদ জানিয়েছেন এই ব্যাপারে তাঁর কিছুই জানা ছিল না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে, ৫০ বছর বয়সী মহুয়া মৈত্রকে জার্মানিতে সোনালী পোশাকে সজ্জিত অবস্থায় দেখা যাচ্ছে। পাঁশে রয়েছেন তাঁর স্বামী পিনাকী মিশ্র। সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মিশ্রা ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে পুরী থেকে প্রথম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। সেন্ট স্টিফেন কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি অর্জন করেন।
১৯৯৬ সালের এক দশকেরও বেশি সময় পর, মিশ্র একই আসন থেকে লোকসভায় ফিরে আসেন, কিন্তু সেবার তিনি ছিলেন BJD-র সাংসদ। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি তিন মেয়াদে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিশ্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পিনাকী মিশ্র নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং আসনটি বিজেপির সম্বিত পাত্রের দখলে চলে যায়। পিনাকী মিশ্রের আগের পক্ষের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন।
এদিকে, তৃণমূলের ডাকাবুকো সাংসদ মহুয়া মহুয়া মৈত্র এর আগে ডেনিশ অর্থদাতা লার্স ব্রোসনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে অবশ্য তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তিনি প্রায় তিন বছর ধরে অ্যাডভোকেট জয় অনন্ত দেহরাদরাইয়ের সঙ্গেও সম্পর্কে ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন- Kolkata News Live Update: আবারও শুটআউট মুর্শিদাবাদে, গুলিবিদ্ধ ১, মারাত্মক অভিযোগ অধীরের