হল না শেষ রক্ষা। এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগের মৃত্যু হল। বিস্ফোরণের জেরে শরীরের ৭০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল ওই ব্যক্তির। এগরা থেকে পালিয়ে গিয়ে কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু বাগ। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। বেআইনি ওই কারখানার মালিক ছিলেন ভানু ওরফে কৃষ্ণপদ বাগ। বিস্ফোরণের পরেই এলাকা ছেড়ে চম্পট দেন ভানু বাগ। রাজ্যের সীমানা পেরিয়ে তিনি ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছিলেন ভানু বাগ। কটকের রুদ্র হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছিল। অত্যন্ত সংকটজনক পরিস্থিতি ছিল তাঁর। চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোররাতে তাঁর মৃত্য়ু হয়েছে।
আরও পড়ুন- WB Madhyamik Result 2023 Live: অপেক্ষা আর কিছুক্ষণের, আজই মাধ্যমিকের ফল প্রকাশ
এগরায় ভয়াবহ ওই বিস্ফোরণের সময়ে ঘটনাস্থলেই ছিলেন ভানু বাগ। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছিলেন তিনি। এরপরেই ছেলে ও ভাইপোকে সঙ্গে নিয়ে ওড়িশার দিকে পালিয়ে যান তিনি। তবে পালিয়েও হয়নি শেষ রক্ষা। বৃহস্পতিবার কটকের হাসপাতালে হানা দিয়ে ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপোকে পুলিশ গ্রেফতার করেছিল। ভানু বাগের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক থাকায় হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। শেষমেশ শুক্রবার ভোর তিনটে নাগাদ কটকের রুদ্র হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।