Nakachecking For Lok Sabha Polls: ছেলের আবদার মেটাতে পাখি মারার বন্দুক নিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বাবা। লোকসভা নির্বাচনের মধ্যে নজরদারি চালানোর সময় অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদ এলাকার বাংলা-বিহার নাকা চেকিং পয়েন্টের কাছে।
Advertisment
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল কাদির। তাঁর বাড়ি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায়। এ দিন কুশিদায় বাংলা-বিহার নাকা চেক পয়েন্টের কাছে বিহার থেকে আসা প্রত্যেকটি গাড়ির তল্লাশি চালায় পুলিশ। সেই সময় একটি অটোতে লম্বা এয়ারগান রাইফেল নজরে আসে পুলিশের। আব্দুল কাদির নামে ওই ব্যক্তি এয়ারগানটি নিয়ে আসছিলেন। কোথা থেকে তিনি পেলেন ওই? প্রশ্নের জবাবে আব্দুল কাদিরের কাছে কোনও সদুত্তর ছিল না বলে দাবি পুলিশের। ধৃত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরেই আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছেলের শখ পূরণ করতেই আব্দুল কাদির বিহার থেকে পাখি মারার বন্দুকটি নিয়ে আসছিলেন। হরিশ্চন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরণের এয়ারগান দিয়ে শুধু পাখি নয়, মানুষও মারা যায়!।