Malda Blast News: মালদায় ফের বিস্ফোরণ! জমিতে ঘাস কাটার সময় ফাটল বোমা, গুরুতর জখম দুই নাবালক

Malda Blast News: বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল মহকুমার রতুয়া থানার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায়। বিষয়টি জানতে পেরে এদিন মালদা মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান রাজ্যের সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন।

author-image
Madhumita Dey
New Update
Malda Blast News: আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়

Malda Blast News: আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়

Malda Blast News: জমিতে ঘাস কাটার সময় আচমকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল দুই নাবালক। সংকটজনক অবস্থায় আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল মহকুমার রতুয়া থানার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায়। বিষয়টি জানতে পেরে এদিন মালদা মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান রাজ্যের সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন।

Advertisment

পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম সামির আখতার (১৩) এবং মহম্মদ ইমতিয়াজ (৯)। এদিন দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক। তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। 

এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে কী কারণে বোমা এলাকায় মজুত করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী। খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন জমির দখলদারি নিয়ে রণক্ষেত্র, মালদহে খুন, গুরুতর আহত ২, তুমুল চাঞ্চল্যে দিনভর তোলপাড়

Advertisment

আহত দুই নাবালকের আত্মীয়েরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন ওরা গবাদিপশুর খাওয়ার সংগ্রহের জন্য ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল। ঘাস কাটার সময় জমিতে থাকা একটি বোমাতে হাত পড়ে যায় ওদের। তখনই বিস্ফোরণে একজনের ডান হাতের কবজি উড়ে গিয়েছে। অপরজনের মুখে, মাথায়, চোখে আঘাত লেগেছে।

মন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন, 'ওই এলাকায় কারা বোমা মজুত করেছিল সেটা পুলিশকে খুঁজে বার করতে হবে। দ্রুত যাতে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয় , সে কথাও রতুয়া থানার পুলিশকে বলেছি।' চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

West Bengal Malda Maldah Blast West Bengal News Blast Malda medical College