Malda News: বাংলায় জঙ্গি হামলার বিরাট আশঙ্কা! বসতে চলেছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম?

Malda News: প্রায় ১৭১ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে ১৮ কিমি এখনও কাঁটাতারহীন। এই এলাকাগুলি জল সীমান্ত হওয়ায় নজরদারির ঘাটতি থাকছে।

Malda News: প্রায় ১৭১ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে ১৮ কিমি এখনও কাঁটাতারহীন। এই এলাকাগুলি জল সীমান্ত হওয়ায় নজরদারির ঘাটতি থাকছে।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Malda news

মুচিয়া সীমান্ত আউটপোস্টে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা

Malda News: সেনসিটিভ সীমান্ত জেলা মালদায় বাংলাদেশ সীমান্তে এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর দাবি তুললেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সম্প্রতি পুরাতন মালদার মুচিয়া সীমান্ত আউটপোস্টে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা দিতে গিয়ে এই গুরুত্বপূর্ণ দাবি জানান তিনি।

Advertisment

খগেন মুর্মুর কথায়, “কাশ্মীরের মতো সেনসিটিভ এলাকায় যেমন এয়ার ডিফেন্স সিস্টেম চালু হয়েছে, তেমনই মালদাতেও তা প্রয়োগ করা প্রয়োজন। প্রায় ১৭১ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে ১৮ কিমি এখনও কাঁটাতারহীন। এই এলাকাগুলি জল সীমান্ত হওয়ায় নজরদারির ঘাটতি থাকছে। ফলে নিরাপত্তার ঝুঁকি অত্যন্ত বেশি।”

সাংসদের আশঙ্কা, বর্তমান ইউনুস সরকারের আমলে বাংলাদেশের মাটিতে জেএমবি, আনসারুল বাংলা-সহ একাধিক জঙ্গি সংগঠন সক্রিয় হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পূর্ব সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে নাশকতা চালাতে এই সংগঠনগুলিকে কাজে লাগাতে পারে। এমনকি হামাসের মতো ড্রোন ব্যবহার করেও হামলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

Advertisment

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে আবেদন জানাবেন বলেও জানান সাংসদ। তাঁর মতে, মালদা যেহেতু এক সংবেদনশীল সীমান্ত জেলা, তাই এখানে উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্স ব্যবস্থা থাকলে যেকোনও রকম হুমকি রুখে দেওয়া সম্ভব হবে।

উল্লেখযোগ্যভাবে, এদিন সাংসদের সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এবং স্থানীয় বাসিন্দারাও। বিএসএফ জওয়ানদের সাহসিকতার প্রশংসা করে তাঁদের সংবর্ধনা দেন খগেন মুর্মু ।

'প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বেই...গর্বিত দেশবাসী', পূর্ণম সাউয়ের মুক্তিতে মোদীকে ধন্যবাদ সুকান্ত'র

Bangladesh Malda