/indian-express-bangla/media/media_files/2025/04/07/XxZY7sBTBitS9bb87isc.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
দলের উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি ওপর মন্ডল কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে একঝাঁক স্থানীয় নেতৃত্ব ইস্তফা দিলেন। রবিবার এই ঘটনাকে ঘিরে উত্তর মালদার চাচোল মহকুমার রতুয়া বিধানসভা কেন্দ্রে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল আবারো প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে দল।
যদিও এটি দলের সাংগঠনিক সিদ্ধান্ত বলেই পাল্টা দাবি করেছেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ। স্থানীয় দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪ নম্বর মন্ডল কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মীরা। তাই তারা নতুন 'মন্ডল কমিটি'র পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মন্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন। আবেদন-নিবেদন জানান। কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদন কোন সাড়া দেন নি বলে অভিযোগ।
তাই বিজেপির রতুয়া বিধানসভার ৪ নম্বর মন্ডল কমিটির সভাপতি শংকর সরকার, সহ সভাপতি নবকুমার মন্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন। পাশাপাশি পদত্যাগীরা গোটা ঘটনার জন্য' বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবীকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন।
এদিন ক্ষিপ্ত মন্ডল কমিটির সহ-সভাপতি নবকুমার মন্ডল বলেন, গত চার মাস ধরে দলের জেলা সভাপতি এই বিধানসভা কেন্দ্রে আসেন না। অন্যান্য প্রতিনিধিদের দিয়ে এখানে তদারকি করা হয়। সম্প্রতি মন্ডল কমিটির গঠন নিয়ে একটি তালিকা আমরা পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে কারোর নাম রাখা হয় নি। উত্তর মালদার দলের জেলা সভাপতি নিজের মর্জি মতোন চার নম্বর মন্ডল কমিটির তালিকা তৈরি করেছে। দেখা যাচ্ছে সেই তালিকায় অধিকাংশই অচেনা। যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই । তারা যদি এই তালিকায় স্থান পায়, তাহলে প্রকৃত যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে অসন্তুষ্ট ছড়াবেই। সেই দিকেই লক্ষ্য রেখেই এদিন আমি নিজের ইস্থফা পত্র উত্তর মালদার সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি ।
এবিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ জানিয়েছেন, নতুন মন্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত। তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে। যদিও এবিষয়ে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন সেটিও দলের রাজ্য নেতৃত্বের কাছে জানানো হয়েছে ।
আরও পড়ুন- 'অনুরোধ করব রাতে না বেরোতে', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক