কার্বাইড গানে কেলেঙ্কারি এবার বঙ্গে, দৃষ্টিশক্তি হারাতে বসেছে বাংলার একাধিক তরুণ-কিশোর

মালদার গাজোল ও হবিবপুরে কার্বাইড গান বিস্ফোরণে আট শিশু ও তরুণ চোখে আঘাত পেয়েছে। চক্ষু চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, এমন বিস্ফোরণে দৃষ্টি হারানোর ঝুঁকি বেশি।

মালদার গাজোল ও হবিবপুরে কার্বাইড গান বিস্ফোরণে আট শিশু ও তরুণ চোখে আঘাত পেয়েছে। চক্ষু চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, এমন বিস্ফোরণে দৃষ্টি হারানোর ঝুঁকি বেশি।

author-image
Madhumita Dey
New Update
cats

কার্বাইড গানে কেলেঙ্কারি এবার বঙ্গে, দৃষ্টিশক্তি হারাতে বসেছে বাংলার একাধিক তরুণ-কিশোর

মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ও তরুণ। মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুইজনের চিকিৎসা চলছে। ওই চিকিৎসক ঠিক কি বলছে তা শুনে নিন ...

Advertisment

সামনেই বঙ্গে SIR, কত নাম বাদ পড়বে? বিরাট হুঙ্কারে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু

শুক্রবার মালদা শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর ১৩-র কিশোর আকাশ বিশ্বাস। তার বাড়ি গাজোলের এক প্রত্যন্ত গ্রামে। কিভাবে চোখে আঘাত পেয়েছে জানতে চাইলে ওই কিশোর জানায়, হবিবপুর থেকে একইভাবে আহত বছর ২০-র তরুণ কিশোর বিশ্বাস। কিশোর জানান, তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইডে। ‌ ভুলবশত সেই হাত চোখে লাগে। তারপর থেকেই সমস্যা বেড়ে যায়। এখন চোখে ঝাপসা দেখছি।' 

Advertisment

ফের সরকারি হাসপাতালে ধুন্ধমার, মহিলা নার্সিং স্টাফকে হেনস্থা, মারধর-ভাঙচুরে উত্তাল পরিস্থিতি

মালদা শহরের আরেক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান, 'ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন। তার জেরেই বিস্ফোরণ ঘটছে। আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ‌

Malda