/indian-express-bangla/media/media_files/2025/09/07/suvendu-on-ssc-exam-2025-09-07-07-54-52.jpg)
Live News in bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
মালদায় শনিবার সন্ধ্যায় গেরুয়া শিবিরের হাইভোল্টেজ কর্মসূচি। গাজোলে আয়োজিত বিজয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের মঞ্চ থেকেই একযোগে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান দুই নেতা।
প্রকাশ্যে শ্রমিকদের বাংলাদেশি, অনুপ্রবেশকারী বলে উল্লেখ, বিজেপি সাংসদের কাণ্ডে দেশজুড়ে তোলপাড়, বিতর্ক
হিন্দুত্বের রাজনীতিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এসআইআর প্রক্রিয়া নিয়ে হুঁশিয়ারি দেন। পাশাপাশি আদিবাসী নেতা ও বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলা প্রসঙ্গেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগে সরব হন শুভেন্দু। তাঁর দাবি, ডায়মন্ড হারবার লোকসভা আসনে ভোট গণনার সময় ইভিএম মেশিনে জোড়াফুল ছাড়া অন্য প্রতীকগুলো সেলোটেপ দিয়ে ঢাকা ছিল। আবার কোচবিহার ও আরামবাগে গণনা কেন্দ্রে ক্যামেরা খুলে নেওয়ার পর তৃণমূল জয়লাভ করেছে বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর কথায়, এসআইআর প্রক্রিয়ায় এক কোটি নাম বাদ পড়বে, যার মধ্যে তৃণমূলের ৯০ লক্ষ ভোটার।
ফের সরকারি হাসপাতালে ধুন্ধমার, মহিলা নার্সিং স্টাফকে হেনস্থা, মারধর-ভাঙচুরে উত্তাল পরিস্থিতি
মোথাবাড়ি ও সামসেরগঞ্জের ঘটনার বিরুদ্ধেও সরব হন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দেন, “যে এলাকায় খগেন মুর্মু ও শংকর ঘোষ আক্রান্ত হয়েছিলেন, সেখানে আমি নিজে বাইক মিছিল করব, আর হামলাকারীদের বুকে পা দিয়ে।”এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদার চার বিধায়ক, রায়গঞ্জের সাংসদ, দুই সাংগঠনিক জেলার সভাপতি-সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us