Lok Sabha Election 2024: সুজাপুর। এই বিধানসভা এলাকার ভোট কি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের খেলা ঘুরিয়ে দেবে? নাকি নয়া ফুল ফুটবে মালদার এই কেন্দ্রে? এই নিয়ে এখন মালদা জেলা জুড়ে চলছে জোর গুঞ্জন।
সুজাপুর (Sujapur) গনিখান সাম্রাজ্যের রাজনৈতিক জয়ের উত্থান। এই সুজাপুর থেকে ২০১৯ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কংগ্রেস প্রার্থী ২৮,৬১০ ভোটের লিড পেয়েছিল। ফারাক্কা ও সামশেরগঞ্জেও লিড পেয়েছিল কংগ্রেস (Congress)। ইংরেজবাজার ব্যাপক লিড পেয়েছিল BJP। মানিকচক ও বৈষ্ণবনগরেও লিড পেয়েছিলেন পদ্ম শিবিরের শ্রীরূপা মিত্র চৌধুরী।
অন্য দিকে মোথাবাড়িতে লিড পেয়েছিল আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury)। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কংগ্রেস ও BJP প্রার্থীর মধ্যে। এবারও এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুই ফুলকে আদৌ কতটা বেগ দিতে পারে তা নিয়ে চর্চা অব্যাহত।
১৯৬৭ সালের বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্র থেকে জয়ের সূত্রপাত হয়েছিল জাতীয় কংগ্রেস প্রার্থী এবিএ গণিখান চৌধুরীর (A. B. A. Ghani Khan Choudhury)। সেই থেকে সারা মালদা জুড়ে গণি পরিবারের রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে। পরবর্তীতে মালদা লোকসভা কেন্দ্রে ১৯৮০ থেকে টানা ৮ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন গণিখান চৌধুরী। তারপর এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাঁর ভাই আবু হাসেম খান চোধুরী।
অন্য দিকে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে পরে প্রার্থী হয়ে জয় পেয়েছেন গণিখানের ভাই নাসের খান চৌধুরী ও বোন রুবি নূর। ২০১৬ বিধানসভা নির্বাচনে এখান থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে জয় পেয়েছিলেন ঈশা খান চোধুরী (Isha Khan Choudhury)। সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলেই এবার মালদা দক্ষিণের প্রার্থী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুজাপুর থেকে জয় পান তৃণমূল প্রার্থী মহম্মদ আব্দুল গণি। কিন্তু ওই বিধানসভা কেন্দ্রে তাঁকে খুব একটা দেখা যায় না বলেই জল্পনা রয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সুজাপুর নিয়ে।
আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: BJP-TMC বধে রীতিমতো অঙ্ক কষেই ময়দানে, অধীর-বাজি খাসতালুক বহরমপুর!
রাজনৈতিক মহলের মতে, অন্য যে কোনও বিধানসভা কেন্দ্র থেকে লিড পেতেই পারে কংগ্রেস। কিন্তু সুজাপুরের অধিকাংশ ভোটার কোন দিকে ঝুঁকে আছে সেটাই এখন মূল কথা। সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকেই গণি পরিবারের রাজনৈতিক ক্ষমতায়নের সূত্রপাত। ইংরেজবাজার বা বৈষ্ণবনগর থেকে এবারও লিড পাওয়ার সম্ভাবনা পদ্ম শিবিরের, এমন মত স্থানীয়দের।
সেক্ষেত্রে গণি পরিবারের উত্তরসূরীর মান সম্মান রাখতে পারে সুজাপুর। গত লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণে মাত্র ৮,২২২ ভোটের ব্যবধানে জয় পেয়েছিল কংগ্রেস। এবার মালদা দক্ষিণের খেলা ঘোরাতে পারে সুজাপর বিধানসভা এলাকা। কংগ্রেসের কাছে এই বিধানসভা কেন্দ্রই তুরুপের তাস বলে মনে করছে রাজনৈতিক মহল।