Malda : মাদক পাচারের মেরুদণ্ড ভাঙল পুলিশ, উদ্ধার কোটি কোটির ব্রাউন সুগার

Malda News: দুই ক্ষেত্রেই STF ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মোট ৭.৫৩৫ কেজি ব্রাউন সুগার-এর বাজারমূল্য প্রায় ৭.৫ কোটি টাকা।

Malda News: দুই ক্ষেত্রেই STF ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মোট ৭.৫৩৫ কেজি ব্রাউন সুগার-এর বাজারমূল্য প্রায় ৭.৫ কোটি টাকা।

author-image
Madhumita Dey
New Update
Malda

জোড়া অভিযানে উদ্ধার কোটি কোটির মাদক

Malda News: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) পরপর দুটি সফল অভিযান চালিয়ে প্রায় ৭.৫ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করলো। ঘটনায় গ্রেপ্তার বিহার ও মালদার মোট চার মাদক পাচারকারী। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৭.৫ কেজি। বিপুল পরিমাণ মাদক দুটি পৃথক অভিযানে বাজেয়াপ্ত হয়েছে।

Advertisment

প্রথম অভিযান: কালিয়াচকে গোপন অভিযানে ধরা পড়লো বিহারের তিন পাচারকারী

২০ মে রাত, কালিয়াচক থানার সুজাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে অভিযান চালিয়ে ১.৯ কেজি ব্রাউন সুগার উদ্ধার করে STF। গ্রেপ্তার হয়েছে বিহারের মনমোহন সিং, ডাবলু কুমার যাদব এবং বিজয় কুমার। তিনজনেই বিহারের মাধেপুরা জেলার সহরসা এলাকার বাসিন্দা।

STF সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকার গাড়ি নিয়ে কালিয়াচক স্ট্যান্ডের কাছে অপেক্ষা করছিল তারা। সেইসময় STF-এর ফাঁদে পড়ে হাতেনাতে ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সুজাপুরের কোনও ডেরা থেকেই ব্রাউন সুগার সংগ্রহ করছিল পাচারকারীরা। তারা আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে যুক্ত, বলেও অনুমান পুলিশের।

Advertisment

রাতের কলকাতার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন, আতঙ্কে সিঁটিয়ে তিলোত্তমার বাসিন্দার, চলছে গোপন নজরদারি?

দ্বিতীয় অভিযান: গাজোলে পাথরবোঝাই লরির কেবিনে লুকোনো ছিল ৫.৬ কেজি ব্রাউন সুগার

২১ মে দুপুরে, গোপন খবরের ভিত্তিতে গাজোল থানার পান্ডুয়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এক পাথরবোঝাই ১৮ চাকা লরি থেকে ৫.৬৩৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার করে STF ও গাজোল থানার পুলিশ। লরির কেবিনে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় একটি বাক্সে রাখা ছিল মাদকগুলো। গ্রেপ্তার হয়েছে লরিচালক ফিরোজ মোমিন, যার বাড়ি কালিয়াচকের ঠাকুরপাড়া এলাকায়।

পুলিশের অনুমান, এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার কালিয়াচক সীমান্ত পেরিয়ে পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। কেবিনে অত্যন্ত নিখুঁতভাবে লুকানো ছিল মাদকগুলো, যা সহজে ধরা পড়ার মতো ছিল না।

তদন্তে নেমেছে রাজ্য STF

দুই ক্ষেত্রেই STF ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মোট ৭.৫৩৫ কেজি ব্রাউন সুগার-এর বাজারমূল্য প্রায় ৭.৫ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, এই পাচারচক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত, কোথায় পাচার করা হচ্ছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Malda