Drone In Kolkata: রাতের কলকাতার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন, আতঙ্কে সিঁটিয়ে তিলোত্তমার বাসিন্দার, চলছে গোপন নজরদারি?

Drone In Kolkata: সংবেদনশীল এলাকায় কোনও অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনায় নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। ড্রোনগুলোর ফুটেজ সংগ্রহ ও তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে। CCTV ও টাওয়ার লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে।

Drone In Kolkata: সংবেদনশীল এলাকায় কোনও অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনায় নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। ড্রোনগুলোর ফুটেজ সংগ্রহ ও তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে। CCTV ও টাওয়ার লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Drone In Kolkata:

রাতের কলকাতার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন, আতঙ্কে সিঁটিয়ে তিলোত্তমার বাসিন্দার, চলছে গোপন নজরদারি?

Drone In Kolkata: ভারত-পাক উত্তেজনা আবহে কলকাতার আকাশে দেখা মিলল  রহস্যময় একাধিক ড্রোনের! হেস্টিংস থেকে ফোর্ট উইলিয়াম রাতের শহরে চষে বেড়াল সাত থেকে আটটি ড্রোন। আধঘন্টারও বেশি সময় শহর কলকাতার আকাশে চক্কর কাটে ড্রোনগুলি। এরপরই সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায়। এদিকে এই ঘটনা সামনে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছে। রেড জোনে ড্রোন কে বা কারা ওড়াল? ইতিমধ্যে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। 

Advertisment

'আমি অনুতপ্ত নই', তদন্তকারীদের জানালেন জ্যোতি মালহোত্রা, বেপোরোয়া মনোভাবই ভাবাচ্ছে NIA-কে

শহরের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে উঠছে বড় প্রশ্ন। সোমবার কলকাতার আকাশে একসঙ্গে চার থেকে পাঁচটি ড্রোন দেখা গিয়েছে। রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সময়ের মধ্যে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ইডেন গার্ডেন-সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘোরাফেরা করতে দেখা যায় ড্রোনগুলোকে।

ড্রোনগুলোর উপস্থিতি নজরে আসতেই তৎপর হয় হেস্টিংস থানার পুলিশ। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় লালবাজার-এ। পাশাপাশি, সতর্ক করা হয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকেও। জানা গিয়েছে মহেশতলার দিক থেকে ড্রোনগুলি আসে। প্রায় ৪৫ মিনিট আকাশে চষে বেড়ানোর পর সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। উল্লেখ্য, ফোর্ট উইলিয়াম হল পূর্ব ভারতের সেনার সদর দফতর। এমন সংবেদনশীল এলাকায় কোনও অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে এই ঘটনায় নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। ড্রোনগুলোর ফুটেজ সংগ্রহ ও তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে। CCTV ও টাওয়ার লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisment

সন্ত্রাসবিরোধী অবস্থানে জার্মানিকে পাশে পেল ভারত, মোদীকে কী বিশেষ বার্তা জার্মান চ্যান্সেলারের?

জানা গিয়েছে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সেই রিপোর্ট ইতিমধ্যে তৈরি করার কাজ শুরু করেছে আইবি। ভারত-পাকিস্তান সংঘাতে ড্রোন হামলার চেষ্টা করে পাক সেনা। যদিও সেই সব প্রচেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা। এবার কলকাতার আকাশে এতগুলি ড্রোনের অস্তিত্ব রীতিমত ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনের আধিকারিকদের। কীভাবে কোথা থেকে এল ড্রোনগুলি খতিয়ে দেখছে লালবাজার। 

Drone kolkata