/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
প্রতীকী ছবি।
মালদার গাজোল থেকে দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমার সোনার অলঙ্কার ও ছোট একটি কাপড় চুরি করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন সঞ্জয় মণ্ডল এবং গৌর মণ্ডল। এই ঘটনায় আরও একজন স্থানীয় অধীর মণ্ডলকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজোলের একটি দুর্গাপুজোর মণ্ডপে। পুজোর সময় মণ্ডপের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়াররা। মণ্ডপের পুরোহিত প্রথমে লক্ষ্য করেন যে প্রতিমার সোনার অলঙ্কার এবং ছোট কাপড়ের কিছু অংশ অনুপস্থিত। এর পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে অভিযুক্তরা সরাসরি চুরিতে জড়িত ছিলেন।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিরা মূলত ওই মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাই এই ঘটনা স্বাভাবিকভাবে সবার নজর কেড়েছে। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে এবং দ্রুত চুরির স্বর্ণালঙ্কার উদ্ধার করার চেষ্টা করছে। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
আরও পড়ুন-TMC: নজরে '২৬-এর ভোট, রবিবার থেকেই তৃণমূলে শুরু দুরন্ত এই তৎপরতা
স্থানীয়দের মধ্যে একাংশ মন্তব্য করেছেন, “যে সিভিক ভলান্টিয়াররা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের এভাবে বিশ্বাসঘাতকতা করা মেনে নেওয়া কঠিন।” তবে পুলিশ বলেছে, ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, যা চুরির ঘটনার পুরো চিত্র পরিষ্কার করবে।
আরও পড়ুন- Vande Bharat Accident: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যুমিছিল
এই ঘটনার পর স্থানীয় পুজো কমিটিগুলো নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভি ও অন্যান্য নজরদারি ব্যবস্থা আরও কঠিন করার পরিকল্পনা করছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us