/indian-express-bangla/media/media_files/2025/06/08/7FOq3T4JFeFWE11ttfcO.jpg)
অনুব্রত মন্ডলের 'ভাষা সন্ত্রাসের' বিরুদ্ধে এবার অনুব্রত গড়েই পথে নামছে বঙ্গ বিজেপি
Nari Samman Yatra: অনুব্রত মন্ডলের 'ভাষা সন্ত্রাসের' বিরুদ্ধে এবার অনুব্রত গড়েই পথে নামছে বঙ্গ বিজেপি। বোলপুরে কেষ্টর বিরুদ্ধে আসরে নামছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বঙ্গ বিজেপির তরফে বোলপুরে আয়োজন হতে চলেছে নারী সম্মান যাত্রা। উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির হেভিওয়েট নেতা-বিধায়করা। কর্মসূচী প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "অনুব্রত'র ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার ওর বিরুদ্ধে বোলপুরেই পথে নামছে বঙ্গ বিজেপি"। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেও প্রচারেও হাতিয়ার হতে চলেছে এই ইস্যু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বোলপুরের আইসি-র মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে। তার প্রতিবাদে আগামী সোমবার বোলপুরের মানুষ পথে নামবেন। আমরা ওইদিন নারী সম্মান যাত্রা করছি।''
হাসিনার পর এবার ইউনূসের বিরুদ্ধেই সুর চড়াল খালেদা জিয়ার দল, বদলে যাবে রাজনৈতিক সমীকরণ?
রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রশ্নে ফের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলনেতা ‘নারী সম্মান যাত্রা’-র ঘোষণা করেন। এই যাত্রা আগামী ৯ জুন বোলপুরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মাধ্যমে অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রতিবাদে বিজেপি মহিলাদের নিরাপত্তার ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের বার্তা দেবে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “অনুব্রত মণ্ডল যে ভাষায় বোলপুর থানার আইসিকে নিয়ে কথা বলেছেন, তা লজ্জাজনক। এটা তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন, এটা স্পষ্ট।” তিনি আরও দাবি করেন, “এই অনুব্রতর কিছু হবে না, বরং আইসি-ই বরখাস্ত হবেন।”বিজেপির 'নারী সম্মান যাত্রা' প্রথমে বোলপুরে শুরু হলেও পরে নদীয়াতেও এই কর্মসূচী করা হবে বলে জানান শুভেন্দু। তিনি আশা প্রকাশ করেন, বোলপুর যাত্রায় কমপক্ষে ১০ হাজার মানুষের জমায়েত হবে।
Kolkata, West Bengal: On the language used by former TMC president of Birbhum district Anubrata Mondal to abuse the IC of Bolpur police station, BJP leader and Leader of the Opposition in the State Assembly Suvendu Adhikari says, "Anubrata Mondal is not a big issue here. He’s not… pic.twitter.com/zj7Ay69zNe
— IANS (@ians_india) June 6, 2025
রাজ্য সরকারকে নিশানা করোনা ও ওবিসি তালিকা নিয়েও
করোনা সংক্রমণের তথ্য লুকোনো হচ্ছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, “মালদা জেলার উদাহরণ দিচ্ছি। ১০ জনের টেস্ট হলে ৯ জন পজিটিভ, অথচ রাজ্য সরকারের কোভিড পোর্টাল কাজ করছে না। সরকারের এই গাফিলতিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে।”ওবিসি তালিকা পুনর্বিন্যাসকে ‘তোষণ নীতি’র অংশ বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “তৃণমূল শুধু ভোটের স্বার্থে জাতিগত বিভাজন করছে।”
বাংলা সহ দেশ জুড়ে বিরাট দাপট করোনার, তথ্য গোপনের ভয়ঙ্কর অভিযোগে রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠে আসরে শুভেন্দু
অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ডে এবার পুলিশকে নিশানা বিজেপির। 'যে পুলিশ নিজের মা-বোনের সম্মান বাচাতে পারে না। সেই পুলিশ সাধারণ মানুষকে আর কী নিরাপত্তা দেবে'। পুলিশের ভূমিকায় প্রশ্ন সুকান্ত'র। পাশাপাশি তিনি বলেন, "পিসির লোক কেষ্ট, ভাইপোর লোক কাজল। বীরভূমে কেষ্ট-কাজল চামচা-বেলচা"। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরও বলেন, "বীরভূমের আসল লড়াই পিসি-ভাইপোর। তৃণমূলের বিরুদ্ধে অপারেশন বাংলার সময় এসে গিয়েছে" ।