/indian-express-bangla/media/media_files/2025/08/25/accident-2025-08-25-11-07-17.jpg)
Highway mishap: দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Malda highway mishap:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনায় আহত সাতজন। এদের মধ্যে দু'জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের ঠেঙাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের।
জানা গেছে, মৃত এবং আহতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায়। মৃতরা হল আজিজুল শেখ, আমির সোহেল এবং আশিক শেখ।
এই ঘটনার পর গোটা মাধাইপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত এবং আহত দের পরিবারের এক সদস্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, গতকাল একটি বোলেরো গাড়ি করে ১০ জন ফুটবল খেলতে যাচ্ছিল গঙ্গারামপুরে। যাওয়ার পথে ঠেঙাপাড়া এলাকায় প্রথমে একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে।
এরপর সামনাসামনি বোলেরো গাড়িটিকে রং সাইটে এসে ধাক্কা মারে একটি বাস। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বাকি সাত জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ বাকিরা রায়গঞ্জ এবং শিলিগুড়িতে চিকিৎসাধীন।
আরও পড়ুন- Vande Bharat Express:সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে