Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, পরপর মৃত্যু, হাসপাতালে হাহাকার, আর্তনাদ!

fatal crash: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

fatal crash: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Malda Gangarampur accident  ,Road accident Malda  ,Gangarampur fatal crash,  Malda three killed in accident  ,West Bengal road accident news  ,Gangarampur tragedy,  Malda highway mishap,  Road safety West Bengal,  Malda latest news  ,Gangarampur incident update,মালদা গঙ্গারামপুর দুর্ঘটনা  ,মালদায় পথ দুর্ঘটনা,  গঙ্গারামপুর সড়ক দুর্ঘটনা  ,মালদায় তিনজনের মৃত্যু  ,পশ্চিমবঙ্গ সড়ক দুর্ঘটনা সংবাদ  ,গঙ্গারামপুর মর্মান্তিক ঘটনা,  মালদা হাইওয়ে দুর্ঘটনা  ,সড়ক নিরাপত্তা পশ্চিমবঙ্গ  ,মালদার সর্বশেষ খবর  ,গঙ্গারামপুর আপডেট

Highway mishap: দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Malda highway mishap:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনায় আহত সাতজন। এদের মধ্যে দু'জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের ঠেঙাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের।

Advertisment

জানা গেছে, মৃত এবং আহতদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদা থানার মাধাইপুর এলাকায়। মৃতরা হল আজিজুল শেখ, আমির সোহেল এবং আশিক শেখ। 

এই ঘটনার পর গোটা মাধাইপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত এবং আহত দের পরিবারের এক সদস্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, গতকাল একটি বোলেরো গাড়ি করে ১০ জন ফুটবল খেলতে যাচ্ছিল গঙ্গারামপুরে। যাওয়ার পথে ঠেঙাপাড়া এলাকায় প্রথমে একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপার অ্যাকশনে ED! তৃণমূল বিধায়কের বাড়ি-শ্বশুরবাড়িতে হানা

এরপর সামনাসামনি বোলেরো গাড়িটিকে রং সাইটে এসে ধাক্কা মারে একটি বাস। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বাকি সাত জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের মধ্যে দুজন মালদা মেডিকেল কলেজ বাকিরা রায়গঞ্জ এবং শিলিগুড়িতে চিকিৎসাধীন। 

আরও পড়ুন- Vande Bharat Express:সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে

accident Bengali News Today Death