Vande Bharat Express:সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে

Vande Bharat Express trains speed: গোটা দেশের বিভিন্ন প্রান্তে ১৫০টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। সেমি হাইস্পিড এই ট্রেন রেলের মুকুটে নয়া পালক যোগ করেছে বলে দাবি কেন্দ্রের।

Vande Bharat Express trains speed: গোটা দেশের বিভিন্ন প্রান্তে ১৫০টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। সেমি হাইস্পিড এই ট্রেন রেলের মুকুটে নয়া পালক যোগ করেছে বলে দাবি কেন্দ্রের।

author-image
IE Bangla Web Desk
New Update
enjoy vande bharat comfort with budget fares on howrah bhagalpur and howrah gaya routes,বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া,

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস।

speed of Vande Bharat Express:ভারতীয় রেলওয়ের (IR) আধুনিক রূপ হল বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে সূচনা হওয়ার পর থেকেই এই সেমি-হাই-স্পিড ট্রেন যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দেশজুড়ে মোট ১৫০টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা (৭৫ আপ এবং ৭৫ ডাউন) চালু রয়েছে। 

Advertisment

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-এর তৈরি এই আধুনিক ট্রেনগুলির সর্বোচ্চ নকশাগত গতি ১৮০ কিমি/ঘণ্টা, আর সর্বোচ্চ অপারেটিং স্পিড ১৬০ কিমি/ঘণ্টা। তবে ট্রেনের গতি নির্ভর করে ট্র্যাকের জ্যামিতি, মাঝপথে থামা, রক্ষণাবেক্ষণ কাজসহ নানা কারণে।

১৩০ কিমি/ঘণ্টা গতিতে সম্পূর্ণ রুটে চলা বন্দে ভারত

বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণ রুটে ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করছে। এগুলি হল—

বিলাসপুর–নাগপুর–বিলাসপুর (20825/20826)

হাওড়া–পাটনা–হাওড়া (22347/22348)

আহমেদাবাদ–মুম্বই সেন্ট্রাল–আহমেদাবাদ (22962/22961)

হাওড়া–গয়া–হাওড়া (22303/22304)

নাগপুর–সেকেন্দ্রাবাদ–নাগপুর (20101/20102)

Advertisment

আরও পড়ুন- Kolkata weather report:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা

আংশিক রুটে ১৩০ কিমি/ঘণ্টা গতি

এছাড়াও অনেক বন্দে ভারত ট্রেন নির্দিষ্ট কিছু সেকশনে ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চলে, তবে গোটা রুটে নয়। যেমন—

বারাণসী–নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ পর্যন্ত ১৩০ কিমি/ঘণ্টায় চলে, তবে প্রয়াগরাজ–বারাণসী অংশে গতি সীমা ১১০ কিমি/ঘণ্টা।

নতুন দিল্লি–কাটরা বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লি থেকে লুধিয়ানা পর্যন্ত ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চলে, লুধিয়ানা থেকে কাটরা অংশে গতি ১১০ কিমি/ঘণ্টা।

আরও পড়ুন-Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীতে বাড়িতে এভাবে বসান গণেশের মূর্তি! হাতে নাতে মিলবে ফল

সংসদে সাম্প্রতিকতম অধিবেশনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত ১০ বছরে ভারতীয় রেলওয়ের ট্র্যাক আপগ্রেডেশন ও উন্নয়ন ব্যাপকভাবে সম্পন্ন হয়েছে, যার ফলে ট্রেনের গতিবেগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেড়েছে।

আরও পড়ুন- shantanu thakur vs subrata thakur: প্রকাশ্যে ঠাকুর বাড়ির কোন্দল! শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

indian railway Train Vande Bharat Express