Malda Accident: রেল লাইনের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল

Malda Accident: পুলিশ ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত লরি চালকের নাম মামুন শেখ (৩৬)। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার আড়াপুর এলাকায়। মৃতের পরিবারে স্ত্রী এবং দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে।

Malda Accident: পুলিশ ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত লরি চালকের নাম মামুন শেখ (৩৬)। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার আড়াপুর এলাকায়। মৃতের পরিবারে স্ত্রী এবং দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে।

author-image
Madhumita Dey
New Update
Actor Passed away

প্রতীকী ছবি

Malda Accident: কানে হেডফোন। প্রাণ হারাতে হলো এক লরি চালককে। রবিবার সকালে রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত লরি চালকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়। পরে ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে মালদা টাউন স্টেশন জিআরপি।

Advertisment

পুলিশ ও জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত লরি চালকের নাম মামুন শেখ (৩৬)। তাঁর বাড়ি  ইংরেজবাজার থানার আড়াপুর এলাকায়। মৃতের পরিবারে স্ত্রী এবং দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে।

'I Hate Her'...! মহুয়াকে ভয়ঙ্কর নিশানা কল্যাণের, পাল্টা কৃষ্ণনগরের সাংসদের চাঁচাছোলা মন্তব্য

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, যে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বই রয়েছে মাল গাড়ির রেক পয়েন্ট। যেখানে  প্রায় প্রতিদিনই মালগাড়ির বগি এসে দাঁড়ায় । সেখান থেকেই অসংখ্য লরিতে করেই বিভিন্ন পণ্য সামগ্রী লোডিং ও আনলোডিং করা হয়। 

Advertisment

পুলিশকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন সকালে রেললাইনের ট্র্যাক ধরে কানে হেডফোন গুঁজে মোবাইলের গান শুনে হাঁটছিল ওই লরিচালক। সেই সময় পিছন থেকে একটি মালগাড়ি এসেই ধাক্কা মেরে বেরিয়ে যায়। ঘটনাস্থলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। 

Malda