/indian-express-bangla/media/media_files/2025/05/08/3YMZXKmqFcYF16chcsmb.jpg)
দেশের জন্য লড়াই করতে চান এবারের হরিশ্চন্দ্রপুরের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মাসুখা রহমান
Sucess Story: কাশ্মীর কাণ্ডে পাল্টা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেশের এই কৃতিত্বের কথা সংবাদমাধ্যমের সামনেই সরাসরি জানিয়েছিলেন দুই মহিলা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইন কমান্ডার ব্যোমিকা সিং। আর তাদের মতোই সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য লড়াই করতে চান এবারের হরিশ্চন্দ্রপুরের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী মাসুখা রহমান।
ভারতীয় সেনার শৌর্য-পরাক্রমকে কুর্নিশ জানালেন রাজনাথ, 'Operation Sindoor' নিয়ে যা বললেন, জানলে....
এবছর উচ্চমাধ্যমিকে ৫০০'র মধ্যে ৪৭৬ পেয়ে চমকে দিয়েছে মাসুখা। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরে নিজের বাড়িতেই সিঁদুর অপারেশনের দুই মহিলা বীর সেনা আধিকারিকের মোবাইলে ছবি দেখিয়েই ভবিষ্যতে সেনাতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কৃতী ওই ছাত্রী মাসুখা রহমান। ছাত্রীর পরিবারের দাবি হরিশ্চন্দ্রপুর ব্লকের সম্ভাব্য প্রথম স্থান দখল করেছে মাসুখা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের থানাপাড়ার বাসিন্দা মাসুখা রহমান। তার এই সাফল্যে খুশি পরিবারের লোক থেকে শুরু করে প্রতিবেশীরা। ছোট থেকেই মেধাবী মাসুখা। সাথে আঁকা এবং নাচের শখ ছিল। যদিও পড়াশোনার চাপে পরবর্তীতে সেইদিকে সময় দিতে পারে নি। বাবা মজিবুর রহমান মাদ্রাসার শিক্ষক। মা মাসুমা বিবি গৃহবধূ।এতদিন মাসুখার ইচ্ছে ছিল অধ্যাপক হওয়ার। কিন্তু বুধবার যখন তাদের ফলাফল বের হয়। তার কিছুক্ষণ আগেই অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত ভাবে সাংবাদিক সম্মেলনে বলছিলেন ভারতীয় সেনাবাহিনীর ২ কর্নেল সোফিয়া কুরেশি এবং ব্যোমিকা সিং। তখন থেকেই মন বদল।
আকাশেই শত্রুর মৃত্যুবার্তা! ভারতের S-400 অ্যান্টি মিসাইল সিস্টেমের শক্তি সম্পর্কে জানলে গায়ে কাঁটা দেবে
মাসুখা জানিয়েছে, 'ভারতীয় সেনাবাহিনীর দুই দিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। উচ্চশিক্ষার পর আমিও সেনাবাহিনীতে যাব। দেশের হয়ে কাজ করব। দেশ ভালো থাকলে তবেই তো আমরা সবাই ভালো থাকবো'। অন্যদিকে মেয়ের ফলাফলে খুশি শিক্ষক বাবা। মেয়ের ভবিষ্যৎ মেয়ের সিদ্ধান্তের উপরেই ছাড়ছেন তিনি। প্রতিবেশী শেখ ঈদুল হোসেন জানান, প্রতিবেশী হিসাবে ওই ছাত্রীর সাফল্যে তারা গর্বিত।