/indian-express-bangla/media/media_files/2025/08/23/cats-2025-08-23-18-23-25.jpg)
বৃদ্ধ দম্পতিকে 'শিক্ষা' দিতে গায়ে গরম তেল ঢেলে দিল মদ্যপ যুবক,
Malda News: দেরিতে পাপড় ভাজা দেওয়ায় কড়াইয়ের গরম তেল বৃদ্ধা দম্পতির গায়ে ঢেলে দিল এক মদ্যপ যুবক। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার একটি মেলাতে।
এই ঘটনায় গুরুতর জখম ওই বৃদ্ধ দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে । পাশাপাশি হামলাকারী খগেন মন্ডলের বিরুদ্ধে আক্রান্ত বৃদ্ধা পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই খগেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধ দম্পতির নাম সুবীর দাস (৬৯) এবং মালতি দাস (৬২)।
নিঃসন্তান ওই বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলাতেই পাপড় সহ নানান তেলেভাজার খাওয়ারর বিক্রি করে সংসার চালান। গত কয়েকদিন ধরে পুরাতন মালদা পুরসভার পালপাড়া এলাকায় মনসার গান উপলক্ষে একটি মেলার আয়োজন করেছে সংশ্লিষ্ট পূজা কমিটি কর্তৃপক্ষ। সেই মেলাতেই পাপড় ভাজার দোকান দিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি।
এদিন রাতে মদ্যপ এক যুবক খগেন মন্ডল তাদের কাছে এসে তাড়াতাড়ি ভাজা পাপড় নিতে চাই । সেই পাপড় দেরিতে দেওয়ায় কড়ায়ের গরম তেল ওই বৃদ্ধ দম্পতির গায়ে ঢেলে দেয় বলে অভিযোগ।
আক্রান্ত বৃদ্ধা মালতি দাস জানিয়েছেন, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাড়াতাড়ি করে আমাদের কাছে পাপড় ভাজা চাইছিল। পাপড় ভেজে দিতে যতটুকু সময় লেগেছে, তাতেই অশান্তির তৈরি করে খগেন মণ্ডল নামে ওই যুবক। এরপর আমাদেরকে আচমকায় কিল চর মারতে থাকে।
নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবক পাপড় ভাজার গরম কড়াইয়ের তেল আমাদের গায়ে ঢেলে দেয় । দুজনেই জখম হয়। যদিও আমি অল্পের ওপর প্রাণে বেঁচেছি। স্থানীয়রা আমাদের মেডিকেল কলেজের ভর্তির ব্যবস্থা করে। সংকটজনক অবস্থা রয়েছে আমার স্বামীর। পুরো বিষয়টি নিয়ে পুরাতন মালদা থানায় আমি লিখিত অভিযোগ জানিয়েছি। শুনেছি পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এদিকে পুরো ঘটনায় ওই পুজো কমিটির এক সদস্য আকাশ কুণ্ড বলেন ,'মূলত আমার বাড়িতেই মনসা পূজাকে ঘিরে এলাকায় একটা ছোটখাটো মেলা বসে। আর সেই মেলাতে ওই বৃদ্ধ দম্পতি পাপড় বিক্রির করছিলেন। সেই সময় মদ্যপ ওই যুবক গিয়ে এমন কান্ড ঘটিয়েছে। ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানিয়েছি'।