Malda Murder: বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে।দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কমল মণ্ডল নামের এক ব্যক্তির।মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন।এছাড়াও দুই পক্ষের প্রায় ছয় জন আহত রয়েছে যার মধ্যে তিনজন আশঙ্কা জনককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি আহতরা ভর্তি ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
জানা গিয়েছে,মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘ দিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল। আর তারই জেরে শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কমল মন্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় ভুতনি থানায় পুলিশ।মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অন্যদিকে মালদার কালিয়াচক থানার চরি অনন্তপুর অঞ্চলের গোয়ালপারা হাটখোলায় মারামারি হয়।আর তারই জেরে খুন হয় বিকাশ ঘোষ নামে এক ব্যাক্তি।
জানা যায় পুরনো জমি বিবাদের জেরে মদ্যপ অবস্থায় সাড়ে চারটের নাগাদ মারামারি করে।এই ঝামেলায় প্রথমে মনোজ ঘোষ(২৮) ছোটন ঘোষ হামলা চালায় বিকাশ ঘোষ সহ বেশ কয়েকজনকে। আহতরঅ গোলাপগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনায় বিকাশ ঘোষের মৃত্যু হয়। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। দুটি ঘটনায় মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘোষণা তদন্ত শুরু করেছে পুলিশ।