Advertisment

Malda News: বন্ধ ঘরে দুই মামাতো বোনের দেহ উদ্ধার, প্রেমের টানাপোড়েনেই আত্মঘাতী? উঠছে প্রশ্ন

Malda News: পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওদের এলাকারই দুই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এভাবে দুইজন একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে তার কারণ খুঁজে পাচ্ছে না পরিবার।

author-image
Madhumita Dey
New Update
Malda News: নিজ নিজ ঘরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে

Malda News: নিজ নিজ ঘরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে

Malda News: দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার অন্তর্গত আরাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের করিটোলা গ্রামে। ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো ব্যবস্থা করে। দুজনেই সম্পর্কে মামাতো বোন। ঘটনায় শোকাহত পরিবার।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই জনের নাম সুস্মিতা মণ্ডল  (১৮) ও নেহা মণ্ডল (১৬)। নিজ নিজ ঘরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে। তবে কী কারণে এই ভাবে আত্মহত্যা সে নিয়ে সঠিক কিছুই বুঝে উঠতে পারছে না পরিবারের লোকেরা। 

যদিও মৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওদের এলাকারই দুই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এভাবে দুইজন একসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে তার কারণ খুঁজে পাচ্ছে না পরিবার। বাড়িতে কোনওরকম অশান্তিও ছিল না। অন্যত্র বিয়ে দেওয়ার কোনও চেষ্টা করা হয়নি। তাহলে কেন এই দুজন আত্মহত্যা করল সে নিয়ে হতবাক পরিবার। 

আরও পড়ুন মহাকুম্ভে মৃত্যুমুখ থেকে মালদার বাড়ি ফিরলেন দুই বৃদ্ধা, সেদিনের ভয়াবহ অভিজ্ঞতায় হাড়হিম হতে বাধ্য

Advertisment

পুলিশ জানিয়েছে, মৃত সুস্মিতা স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পাঠরতা ছিল। অপর নেহা মণ্ডল নবম শ্রেণিতে পাঠরতা ছিল। এদিন তারা নিজেদের পৃথক বাড়িতেই পরিবারের লোকেদের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।

West Bengal Malda West Bengal Police West Bengal News Malda medical College west bengal latest news
Advertisment