Malda News: ডাউন পুরী-কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার হেরোইন সহ মুর্শিদাবাদের এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করল জিআরপি। শুক্রবার দুপুরে মালদা টাউন স্টেশনে জিআরপি'র আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়।
এদিন দুপুর ১.৫০ মিনিটে ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায়। তারপরে বোরখা পরা এবং গায়ে ওড়না জড়ানো ২৭ বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত ওই মহিলার হাতের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৫৯৪ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সূদুর অসম থেকে একা একজন মহিলা কলেজ পাঁচ বছরের সন্তানকে নিয়ে কীভাবে আড়াই কোটির টাকার হেরোইন আনার দক্ষতা দেখাল সেব্যাপারেও তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম শামিনা খাতুন। তাঁর স্বামী হজরত আলি ভিন রাজ্যের দিনমজুর। ছেলের পাঁচ বছর বয়স। ওই মহিলার বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার দক্ষিণ হিজলটোলা এলাকায়। তবে প্রত্যন্ত গ্রামের একজন সাদামাটা গৃহবধূ যে এই হেরোইন চক্রে ক্যারিয়ার হিসেবে কাজ করছিল তা প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জানতে পেরেছে তদন্তকারী অফিসারেরা। মাত্র দশ হাজার টাকার চুক্তিতেই ওই মহিলাকে অসম থেকে হেরোইন মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার বরাত দিয়েছিল মাদক কারবারীর পান্ডারা।
আরও পড়ুন জয়নগরে ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা মুস্তাকিন সর্দারকে, ৬৩ দিনের মধ্যে রায়দান আদালতের
এদিন দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ কামাখ্যা-পুরী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনে এক নম্বর প্লাটফর্মে এসে পৌঁছায়। কিন্তু ওই মহিলার নামার কথা ছিল মুর্শিদাবাদের ফারাক্কা স্টেশনে। সেখানে না নেমেই মালদা টাউন স্টেশনে নামতেই তাকে জিআরপির পুলিশ গ্রেফতার করে।
মালদা টাউন স্টেশনের জিআরপি প্রশান্ত রায় জানিয়েছেন, 'এত উন্নতমানের হেরোইন অসম থেকেই কীভাবে ওই মহিলা আনার উদ্যোগী হল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। তবে ওই মহিলা এর আগেও এরকম কাজ করেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা এসটিএফের একটি সূত্র থেকেই আমাদের কাছে খবর আসে কামাখ্যা-পুরী এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় মুর্শিদাবাদের একজন বোরখা পরা মহিলা আড়াই কোটি টাকার হেরোইন নিয়ে ফিরছে। এরপরই বিভিন্নভাবে ওই মহিলার ওপর নজরদারি রাখার চেষ্টা চালানো হয়। মালদা টাউনে আসতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শনিবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।'