Malda News: তিন কোটি টাকার মাদক ও মাদক তৈরির কেমিক্যাল-সহ গ্রেফতার ৬। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের কালিয়াচক থানার পুলিশ মোজমপুরের হারুচক এলাকায় অভিযান চালায়। সেখানে আবদুল করিম নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় তিন কেজি ব্রাউন সুগার, ছয় কেজি সোডিয়াম কার্বনেট ও এক কন্টেনার ক্লোরাইড উদ্ধার করে। যার বাজার মূল্য তিন কোটি টাকা। এই ঘটনায় আবদুর রহমান, শাহিদ শেখ,আবদুল আজিজ, শাহিদ শেখ, নিজাম আহমেদ এবং মহম্মদ রাসেল শেখকে গ্রেফতার করে। প্রত্যেকেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।
এরই পাশাপাশি কলকাতা এসটিএফ-এর দেওয়া সূত্রের ভিত্তিতে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে ৩১০ গ্রাম ব্রাউন সুগার-সহ এক মহিলাকে গ্রেফতার করে। ববিতা মণ্ডল নামে ওই মহিলা কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। শিলিগুড়ির কোনও ব্যক্তিকে এই ব্রাউন সুগার দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিল ওই মহিলা বলে পুলিশ সূত্রে খবর। দুটি ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'মালদা জেলায় বিভিন্ন জায়গা থেকে মাদক উদ্ধার হচ্ছে। এখানে কালিয়াচকের কোথায় মাদক তৈরি হচ্ছে সেখান থেকে আরম্ভ করে কি নেটওয়ার্কের সমস্ত গ্রামগুলিতে শহরের অলি গলিতে মাদক ছড়িয়ে পড়ছে যে চক্রের মাধ্যমে সমস্তটাই সাধারণ মানুষ জানে। কিন্তু একমাত্র পুলিশ জানে না এবং পুলিশ কিছু কিছু ক্ষেত্রে আই ওয়াশ করার জন্য বিভিন্ন জায়গা থেকে এদেরকে ধরে। বাকিটা ছাড় দিয়ে রেখেছো। তার একটাই কারণ এই মাদকচক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তৃণমূল দল, তৃণমূল দলের নেতৃত্বরা যুক্ত আছে। এবং তারাই এখান থেকে কমিশন পায়। সারা জেলাটা ক্রিমিনালের একটা রাজত্ব হয়েছে। চারিদিকে খুন, যখন পুলিশের উপর অ্যাটাক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাসের, জুয়া খেলা শহরের মধ্যে হচ্ছে সেগুলো পুলিশ কিন্তু দেখতে পাচ্ছে না। সচেতন ভাবে পুলিশ চুপ করে থাকছে। একটাই কারণ তৃণমূলের নেতৃত্ব এর সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত।'
আরও পড়ুন মালদায় ফের বিরাট ষড়যন্ত্র? 'বিপদ' বুঝেই প্রাণভয়ে গাড়ি নিয়ে সটান থানায় কংগ্রেস নেতা
রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'শাসক দল যদি মদত দিত শাসকদলের পুলিশি তো উদ্ধার করেছে। বিজেপি উদ্ধার করেনি। বিজেপি নিজের চরকায় তেল দিক খুব ভাল হবে। অন্যান্য রাজ্যগুলি দেখুক ভাল হবে। সারা পৃথিবীতে ক্রাইম হয়। ক্রাইম ডিটেক্ট হচ্ছে কিনা সেটা দেখা। এতগুলো মাদক উদ্ধার করেছে লোকজন ধরা হয়েছে বিজেপির পুলিশ ধরেনি। মমতাদির পুলিশ ধরেছে, মমতাদির সরকারের পুলিশ ধরেছে।'