Malda News: বেআইনি মাদক কারবারের প্রতিবাদ করায় মানিকচকের এক তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল নেতার দাবি, এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। রবিবার ভোর চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামে।
এনায়েতপুর তৃণমূলের অঞ্চল কমিটির সহ-সভাপতি তাফাজ্জাল শেখের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটা নাগাদ গাড়ির চাকা ফাটার আওয়াজ শুনতে পান তৃণমূল নেতা তাফাজ্জাল শেখ। বাইরে এসে দেখতে পান গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুড়ে ছাই। বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জানালাও পুড়েছে। তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন।
ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
আরও পড়ুন নাতির সামনেই ঠাকুমাকে পরপর কোপ, চলল দেদার লুটপাঠ, চূড়ান্ত চাঞ্চল্যে পুলিশের ভুমিকায় ক্ষোভ
ওই তৃণমূল নেতার অভিযোগ, বেশ কিছুদিন ধরে এই এলাকায় বেআইনি মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়ে উঠেছিল। সেই মাদক কারবারিদের এলাকা ছাড়া করা হয়েছে। গ্রামবাসীদের সাহায্য নিয়ে এই বেআইনি কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই মনে করা হচ্ছে, মাদক কারবারিরা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।