Malda North Lok-Sabha TMC Candidate Prasun Banerjee: পুলিশের চাকরি ছেড়েছেন, প্রার্থী হয়েছেন তৃণমূলের। কিন্তু, সেই চড়া মেজাজ এখনও রয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুরাতন মালদার এক কর্মী সন্মেলনে প্রসূন বলেন, 'বিএসএফ প্যারামেলটরি সবাইকে বলছি, আইনের মধ্যে থাকুন। আমরা আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, অবাধ ও স্বচ্ছ হোক। প্যারামিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, ম্যায় হাঁ না!'
আরও পড়ুন- Self-Help Group: সন্দেশখালির পথেই বাংলার এ তল্লাটের মহিলারাও গর্জাচ্ছেন! ভয়ঙ্কর সব অভিযোগ
এতেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে উত্তর মালদার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, 'ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে স্কুলেই বসিয়ে রাখতে হবে। তাদের জল টল দেবেন। ওদেরকে অযত্ন করবেন না। ওরা চাকরি টাকরি করে। শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসেছি বুটের দপ দপানি একে ৪৭, এসএলআর দিয়ে কোন লাভ নেই। শুধু বলবেন ডাকছি আধ ঘন্টার মধ্যে প্রসুন ব্যানার্জি ঢুকছে। ও বুঝে নেবে সব আইন কানুন অবজারভার সব বুঝে নেবে। আধিকারিকদের সম্মান দেবেন। কু কথা বলবেন না। বাহিনীকে সম্মান দেবেন। ততক্ষণ দেবেন যতক্ষণ তারা আপনাকে সম্মান দিচ্ছে। সবটা আমার উপর ছেড়ে দিন রাস্তায় নামব। চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে। ভারতবর্ষ দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে।'
আরও পড়ুন- TMC complaint against PM Modi: মোদীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ! কমিশনকে চিঠিতে কী লিখল তৃণমূল?
উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থীর এমন হুমকিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, 'তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাসকদলের যোগসূত্র রয়েছে। পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসের পরিনত হয়েছে। পুলিশ সুপার হিসাবে কর্মজীবনে শাসকদলের নির্দেশে কাজ করতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ ও শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না। বিজেপিও দিচ্ছে না।'