Valentines Day 2025: পাশ্চাত্য সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ভারতীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেমদিবসে পিতা-মাতার প্রতি সন্তানের প্রেম-ভালবাসার চিরন্তন ছবি তুলে ধরতে আয়োজন করলেন মাতৃ-পিতৃ পূজন কার্যক্রম।
শুক্রবার এমনই মাতৃ-পিতৃ পূজনের আয়োজনকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে উঠল মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার ওই বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা মিলে বিদ্যাদায়িনী দেবী সরস্বতী এবং ভারতমাতার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শুরু হয় মূল অনুষ্ঠান। যাকে কেন্দ্র করে নিজ নিজ মাতা-পিতাদের পূজন ও বন্দনায় ব্রতী হয় ছাত্রছাত্রীরা।
মাতা-পিতাকে দেব-দেবী জ্ঞানে পুজো করে খুদে পড়ুয়ারা। অভিভাবকদের চরণ ছুঁয়ে, গলা জড়িয়ে ধরে তদের প্রতি প্রেম-ভালোবাসা ব্যক্ত করে নিজ নিজ সন্তানেরা। পাল্টা মাতা-পিতারাও সন্তানের প্রতি তাদের স্নেহ-ভালবাসা ব্যক্ত করেন।
আরও পড়ুন ৫ বছরের শিশুই চিনিয়ে দিল মায়ের খুনিকে, তোলপাড় মালদায়
এদিনের কর্মসূচিতে উপস্থিত গৌড় কলেজের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. বিজয় ঘোষ জানিয়েছেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে সন্তান এবং অভিভাবকদের মধ্যে স্নেহ ও ভালবাসার সুদূর একটু সম্পর্কের চিত্র তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই ব্যস্ত। কিন্তু সন্তান এবং অভিভাবকদের মধ্যে ভালোবাসার স্নেহ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় না। সেই বিষয়টি মূলত এদিন এই ধরনের কর্মসূচির মাধ্যমেই তুলে ধরা হয়েছে।