/indian-express-bangla/media/media_files/2025/02/14/6v6ZIQB3WWWN4zzldzhG.jpg)
Malda News: ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
husband is accused of murdering the housewife in Maldas English Bazar:গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাই-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দীপুর এলাকায়। মৃত গৃহবধূর পাঁচ বছরের শিশু সন্তানের সামনে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মৃতের পরিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। নারকীয় এই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক নিহতের স্বামী ও শ্বশুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আমিলি বিবি (২৬)। খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে মৃত গৃহবধূর পাঁচ বছরের পুত্র। মৃতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। আমিলি বিবির বাবার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। ৬ বছর আগে দেখাশোনা করে আনন্দীপুর গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমিলির। কিন্তু বিয়ের পর থেকেই ওই মহিলার ওপর পণ ও নগদ টাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চলাচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন।
বারবার বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়েটির বাপের বাড়ির লোকজন। কিন্তু তারপরেও মাঝেমধ্যেই মেয়েটির ওপর অত্যাচার চলছিল বলে অভিযোগ। গতকাল সকালে মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর বাবা।
ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের ময়নাতদন্তের পরেই খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে। তবে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে মৃতের স্বামী ও শ্বশুরের খোঁজ নেই।