India pakistan tension: বাংলায় এবার বেজে উঠল সাইরেন! ভারত-পাকিস্তান উত্তেজনা আবহে হুলস্থূল, তুমুল আতঙ্ক

Malda News: ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই এই সাইরেন বাজার শব্দ নতুন করে শোনা গেল। বাংলার এই জেলায় বাড়তি নজর প্রশাসনের। জঙ্গি হামলার আশঙ্কা?

Malda News: ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই এই সাইরেন বাজার শব্দ নতুন করে শোনা গেল। বাংলার এই জেলায় বাড়তি নজর প্রশাসনের। জঙ্গি হামলার আশঙ্কা?

author-image
Madhumita Dey
New Update
malda-siren-alert

ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই এই সাইরেন বাজার শব্দ নতুন করে শোনা গেল।

Malda News: ভারত-পাকিস্তান সংঘাত আবহের মধ্যে মালদা শহরে বেজে উঠল ঘনঘন সাইরেন। শনিবার দুপুরে মালদা আদালত চত্বর এবং শহরের রাজমহল রোড সংলগ্ন মুসলিম ইনস্টিটিউট এলাকায় প্রস্তুতিমূলক সাইরেন বাজিয়ে কার্যত মহড়া চালাল প্রশাসন। শহরের প্রবীণদের একাংশের বক্তব্য, একাত্তরের যুদ্ধের সময় ঘন ঘন বেজে উঠেছিল মালদার এই দুটি জায়গার সাইরেন। এরপর কেটে গিয়েছে কয়েক দশক। ফের ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতেই এই সাইরেন বাজার শব্দ নতুন করে শোনা গেল। 

Advertisment

পাকিস্তানের পাঁজর ভেঙে দিল ভারত, সেনা অভিযানে নিকেশ পাঁচ 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা আদালত চত্বর এবং মুসলিম ইনস্টিটিউট ছাড়াও জেলা সংশোধনাগার, পুলিশ লাইন, দমকল এবং মালদা টাউন স্টেশনে বসানো রয়েছে সাইরেন। জরুরীকালীন পরিস্থিতিতে সেগুলি ব্যবহার করা হয়ে থাকে। তবে এদিন শহরের মূলত এই দুটি জায়গার সাইরেনগুলি নতুনভাবে সংস্কার করে বসানো হয়েছে। সেটি এদিন প্রস্তুতিমূলক তদারকি করে দেখা হয়েছে। 

যেহেতু মালদা জেলা  ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। এখনও জেলার আন্তর্জাতিক সীমান্তে ১৮ কিলোমিটার কাঁটাতার নেই। বারবার জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে মালদা সীমান্ত পথকে। নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায়। নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড। সে কারণেই জাল নোট, অস্ত্র, মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। সেই কারণে মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে প্রশাসনের। সব রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তৎপর সিভিল ডিফেন্সও।

Advertisment

নির্বাচনের আগে হাসিনাকে কোনঠাসা করতে বিরাট ষড়যন্ত্র, ইউনূসের 'মোক্ষম চালে' অস্তিত্ব সংকটে আওয়ামী লিগ

এরপরই এদিন মালদা আদালত চত্বর এবং  মুসলিম ইন্সটিটিউট থেকেই বাজানো হলো সাইরেন।  দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন। জানা গিয়েছে, এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট, পুলিশ লাইন, দমকল সহ একাধিক এলাকায় বাজানো হয় এই সাইরেন। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে। তার আগে এদিন মহড়া হিসাবে এই সাইরেনগুলি বাজানো হয়'।

OPERATION SINDOOR Malda