Malda TMC Leader Murder Case: তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় আরও এক পেশাদার খুনিকে বিহার থেকে গ্রেফতার করল মালদা পুলিশ। রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনার কথা জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসরার (২২)। তাঁর বাড়ি বিহারের পুর্ণিয়া জেলার বাইসি এলাকায়। বাবলা সরকার খুনের ঘটনা দিন মূলত অপারেশনের মূলচক্রী ছিল ধৃত এই যুবক। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে পুলিশ ওই পেশাদার খুনির গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। এরপর পুলিশের একটি বিশেষ টিম বিহার পুলিশের সহযোগিতা নিয়ে পুর্ণিয়া জেলার বাইসি এলাকায় অভিযান চালায়। শনিবার রাতেই একটি পরিত্যক্ত ইটভাটা থেকেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি মালদা শহরের মহানন্দাপল্লি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে খুন হন তৃণমূলের জেলার সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাবলা সরকার। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন অভিযুক্ত মহম্মদ আসরার দুষ্কৃতীদের নিয়ে মোটরবাইকটি চালিয়েছিল। তারপরেই খুনের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন বাবলার শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে জনতার ঢল, দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে শাসক-বিরোধী
এই মহম্মদ আসরার বাইকে বসেও মানুষকে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছোঁড়ে বলে জানিয়েছে পুলিশ। যদিও তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় এখনও পর্যন্ত আরও দুই দাগী অপরাধী বাবলু যাদব এবং কৃষ্ণরাজক ওরফে রোহান পলাতক রয়েছে। তাঁদের ধরার জন্য ইতিমধ্যে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ।