Malda TMC Leader: বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির। বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। পাল্টা সরব হয়েছে বিজেপি-সিপিএম।
আবদুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ছটায় ৬টা আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছে। এখানে যে বিরোধীরা আছে তাঁদের বলে দিতে চাই, নির্লজ্জ সিপিএম একটা আসনে নোটার চেয়েও কম ভোট পেয়েছে। জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোন কু-শব্দ বের করেছ। মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছ সেই মুখের ৩২টা দাঁত ভেঙে দেব। জিভ ছিঁড়ে ফেলে দেব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। লোকসভায় ২টো আসন আমরা হেরেছি মালদায়। খুব উল্লাসে আছ। বিধানসভায় বারোটায় ১২টায় বারোটা আসন মানুষ আমাদের উপহার দেব।'
জেলা সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র বলেন, 'এর আগে এইসব কথা অনেক বার বলেছেন এইসব ফাঁকা বুলি শুনে আমাদের কোনও লাভ নেই। গণতন্ত্র বলতে উনি কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার যেমন থাকবে তেমনি বিরোধীরা থাকবে। গণতন্ত্র বিরোধীরা সমালোচনা করবে এটাই নিয়ম। নির্বাচনে হারুক বা জিতুক। সরকারের উচিত বিরোধীদের রাখা। উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন থেকে বলছেন। কারণ উনি গণতন্ত্র বোঝেন না। উনি রাজনৈতিক ভাবে অশিক্ষিত। দলবদলু বিশ্বাসঘাতক মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে। উনি কি ওনার চরিত্র কি উনি বিরোধীদের সঙ্গে কীভাবে থাকেন সবাই জানেন। তবে একটাই কথা বলব ক্ষমতায় কেউ চিরকাল থাকে না। পালাবদল হলে উনিও বাড়ি থেকে বের হতে পারবেন কিনা দেখে নিন।'
আরও পড়ুন পাকা বাড়ি আছে, তাও আবাস তালিকাজুড়ে TMC বিধায়কের মা, শাশুড়ি, পঞ্চায়েত প্রধানের নাম
দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'মালদা জেলা তৃণমূলের সভাপতি একটা বাচাল। অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন। কখনও বলেন জিভ টেনে ছিড়ে দেব, বাড়ি থেকে বের হতে দেবে না। আমরা বলব সিকিউরিটি ছাড়া বাইরে বেরিয়ে দেখুক তাহলে দেখব কে কতটা বাঘ কতটা মস্তান। সারা ভারতবর্ষের রেজাল্ট দেখুন এরপর এইসব কথাবার্তা বলবেন।'