Advertisment

Malda TMC MLA: বিরোধীদের গণপিটুনির নিদান, শাসক বিধায়কের মন্তব্যে শোরগোল বাংলা

Malda TMC MLA: আবার বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এবারে বিরোধীদের 'গণপিটুনি' দেওয়ার হুঁশিয়ারি। মালদার চাঁচলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রতিবাদে সভা থেকে বিরোধীদের এই ভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল সভাপতি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
malda tmc mla

আব্দুর রহিম বক্সি

Malda TMC MLA: আবার বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এবারে বিরোধীদের 'গণপিটুনি' দেওয়ার হুঁশিয়রি। মালদার  চাঁচলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রতিবাদে সভা থেকে বিরোধীদের এই ভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল সভাপতি। পাল্টা পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির।  

Advertisment

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী বলেন, 'পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে। একজনেরও গায়ে আঁচড় পড়ে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনের পর দিন বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করা হচ্ছে।  কখনো গো রক্ষার নামে, কখনও অন্য কোন কারণে।  পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয় তাদেরকে লাইভ করা হচ্ছে। কুড়ুল দিয়ে কাটা হচ্ছে।  কোথাও লাঠি দিয়ে মারা হচ্ছে।  যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার চাঁচলের বাসিন্দা সাবির আলীকে খুন করা হয়েছে'। 

তিনি আরও বলেন, 'সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিচারের বিষয়ে জিজ্ঞাসা করলে মুখ্যমন্ত্রী বলছেন শ্রমিক তো বাইরের তাদের বিচার করা দরকার নেই। এই হচ্ছে বিজেপি সরকার। এই হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সভার মধ্য দিয়ে বলতে চাই, বিজেপির প্রধানমন্ত্রী সমাজের  সর্বস্তরের মানুষ পরিযায়ী শ্রমিককে নিরাপত্তা দিতে ব্যর্থ । তাই আমরা আজকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি'।

কেন্দ্রের দাবি নস্যাৎ, মোদীকে ফের চিঠি মমতার, ঘাটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে দেব

পাশাপাশি আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় ন্যায়বিচারের প্রশ্নে তিনি বলেন, 'আরজি করের ঘটনায় নির্যাতিতার দোষীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে প্রকাশ্য দিবালোকে, এটা আমাদের দাবি। ঠিক সেই ভাবে গোটা ভারতবর্ষের জুড়ে পরিযায়ী শ্রমিকদের খুন করা হচ্ছে। দিকে দিকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। তাদেরকে খুঁজেও শাস্তি দিতে হবে। এই মঞ্চ থেকে আমরা আবেদন করব। আমরা শুধু বলতে চাই আপনাদেরকে বিচার করতে হবে। আপনাদেরকে হিসাব করতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলি যেখানে যেখানে শ্রমিক খুন হচ্ছে, সেই ঘটনায় বিজেপি মোমবাতি নিয়ে মিছিল করে না'।

বঙ্গে শেষ অধীর জমানা, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এবার রাহুল ঘনিষ্ঠ শুভঙ্কর

সিপিএম বিজেপিকে নিশানা করে শাসক বিধায়ক বলেন, "এসপি অফিস ভাঙ্গার জন্য লাল ঝান্ডা নিয়ে সিপিএম বন্ধুরা ইনক্লাব জিন্দাবাদ বলতে বলতে গেট ধাক্কা মেরে দেখান। আমরা বলব পুলিশকে ব্যারিকেড ছেড়ে দিন দেখব কতদূর যেতে পারে। সেই সিপিএম বন্ধুরা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে চুরমার করে দাও। একে সমর্থন করছে কংগ্রেসরা। কংগ্রেসরা মিছিল করছে মোমবাতি হাতে নিয়ে। অধীর চৌধুরী দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছেন। কিন্তু যখন শ্রমিক মারা যাচ্ছে গণপিটুনিতে তখন সিপিএমকে খুঁজে পাওয়া যায় না। তাদের মিছিল আর নেই। তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নেই। বিজেপির আর মিছিল নাই। মতিউরের বউয়ের জন্য বাচ্চার জন্য তাদের আর মিছিল  নাই। সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো। যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে, যদি এর সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম কংগ্রেস আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদের কেউ শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য। গণপিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই"।

Mob Lynching tmc
Advertisment